তানজিদের সেঞ্চুরিতে খুলনাকে কাদিয়ে প্লে অফে চট্টগ্রাম

ক্রিকেট দুনিয়া February 20, 2024 1,092
তানজিদের সেঞ্চুরিতে খুলনাকে কাদিয়ে প্লে অফে চট্টগ্রাম

ডু অর ডাই ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক প্রান্তে ঝড় তুলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরিতেই দুইশর কাছাকাছি পুঁজি পেয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ এক জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বন্দর নগরীর দলটি। অন্যদিকে নাটকীয় কিছু না হলে আসর থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে খুলনা টাইগার্সের।


মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্সকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাব দিতে নেমে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম। এতে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। অন্যদিকে প্লে-অফ থেকে অনেকটায় ছিটকে গেছে খুলনা।


টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বন্দরনগরীর দলটির। এদিন মোটেই জ্বলে উঠতে পারেননি বিধ্বংসী ওপেনার খ্যাতি পাওয়া মোহাম্মদ ওয়াসিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন আমিরাতের এই ওপেনার। নাসুমের টসড-আপ ডেলিভারিতে ডিপ-স্কয়ার তালুবন্দি হন তিনি।


দ্বিতীয় উইকেটে তানজিদের সঙ্গে দলের হাল ধরেন সৈকত আলী। এই জুটিতে পাওয়ার প্লেতে ৪৯ রান তুলে চট্টগ্রাম। এরপরই প্যাভিলিয়নে ফেরেন সৈকত। ব্যক্তিগত ১৮ রানে জেসন হোল্ডারের বলে জয়ের মুঠোবন্দী হন তিনে নামা এই ব্যাটার।


এরপর ব্রুসকে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ। সাবধানী ব্যাটিং ৩২ বলে ফিফটি পূরণ করেন এই ওপেনার। অর্ধশতকের পর কিছুটা আগ্রাসী হয়ে উঠেন তানজিদ।


মারকাটারি ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখাও পেয়েছেন তিনি। ৫৮ বলে দ্রুতই ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। যা চলতি আসরের তৃতীয় সেঞ্চুরি। এর আগে, তাওহীদ হৃদয় এবং উইল জ্যাকস সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।


সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে উঠেন তামিম। তবে ওয়েন পারলেনের গতিতে পরাস্ত হয়েছেন শেষ পর্যন্ত। প্যাভিলিয়নে ফেরার আগে ১১৬ রানে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন এই ওপেনার। তার মারকুটে ইনিংসের সুবাদে ১৯২ রানের বড় পুঁজি পেয়েছে বন্দরনগরীর দলটি।


খুলনার হয়ে পারনেল, নাসুম, হোল্ডার এবং মুকিদুল ইসলাম মুগ্ধ একটি করে উইকেট নিয়েছেন।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ৮ বলে ৬ রান করে আউট হন পারভেজ ইমন। তৃতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে ইনিংস লম্বা করতে পারেনি ‍দুজনের কেউই। ২৪ বলে ৩৫ রান করে আউট হন বিজয়, ২১ বলে ৩১ রান করে তাকে সঙ্গ দেন হোপ।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ইভেন লুইসও। ৩ বলে ৬ রান করে রান আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর উইকেটে মিছিলে যোগ দেন আফিফ হোসেন (৬) এবং মাহমুদুল হাসান জয় (৭), ‍পার্নেল (২) ও নাসুম আহমেদ (৩)।


কিন্তু এক প্রান্ত থেকে রান তুলতে থাকেন জেসন হোল্ডার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে মুকিদুল ৩ রানে আউট হলে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শুভাগত হোম। দুই উইকেট নেন বিলাল খান। এ ছাড়াও সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও নাহিদুজ্জামান একটি করে উইকেট শিকার করেন।