বিপিএলের প্লে-অফের সূচিতে পরিবর্তন আনলো বিসিবি

ক্রিকেট দুনিয়া February 20, 2024 11,180
বিপিএলের প্লে-অফের সূচিতে পরিবর্তন আনলো বিসিবি

বিপিএলের ঢাকার দুই পর্ব ও সিলেট পর্বের পর শেষের পথে চট্টগ্রাম পর্ব। তবে এরই মধ্যে বিপিএলের প্লে-অফের সূচিতে পরিবর্তন এসেছে।


আজকের (২০ ফেব্রুয়ারি) দুটি ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব। এরপর ২৩ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। তবে প্লে-অফে দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের তারিখ পরিবর্তন হয়েছে।


পূর্বের সূচি অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি। তবে নতুন সূচি অনুযায়ী একদিন পর (২৬ ফেব্রুয়ারি) ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর পরের দিনকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।


এছাড়া ২৭ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই পূর্বনির্ধারিত ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


গ্রুপ পর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। এলিমিনেটর খেলবে তিন ও চারে থাকা দুই দল। এলিমিনেটর ম্যাচে জয়ী দল এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।


ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চারে জায়গা নিশ্চিত করতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।