রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন হোয়াটমোর

ক্রিকেট দুনিয়া February 19, 2024 6,225
রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন হোয়াটমোর

বিপিএলে আজকের বিকেলের ম্যাচে মুখোমুখি হবে টেবিলটপার রংপুর রাউডার্স ও তিনে থাকা ফরচুন বরিশাল। বরিশাল দলটির পরামর্শকের ভূমিকায় আছেন বাংলাদেশ ক্রিকেটের শুভানুধ্যায়ী ও সাবেক হেড কোচ ডেভ হোয়াটমোর। কাল গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গতকাল গণমাধ্যমে কথা বলেন তিনি।


তামিম ইকবালের অধিনায়কত্বে এ দলে রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলে ক্রিস গেইলের পর তামিম ও মুশফিক হাঁকিয়েছেন ১০০ ছক্কা। চলতি ফর্ম দেখিয়েছেন রিয়াদও। অপেক্ষাকৃত তরুণদের মধ্যে শুরুর দিকে সৌম্য সরকার ও শেষ দিকে মেহেদী হাসান মিরাজ নামেন ব্যাটিংয়ে।


বরিশালের অবস্থা বর্ণনা করতে গিয়ে নিজের দলের ব্যাটসম্যানদের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেন। বলেন, ‘আসলে আমি সবসময় মনে করি আমাদের দল বেশ ভালো একটি ব্যাটিং দল।


এর পাশাপাশি রংপুর দলও বেশ ভালো দল। তারাও অনেক বড় রান করেছে। একের পর এক বিদেশিদের আসা-যাওয়ার ঘটনা দেখতে হচ্ছে আমাদের কারণ একইসাথে অনেকগুলো টি-টোয়েন্টি লিগ চলছে। এখানেও ম্যাচের ফলের ভূমিকা নির্ভর করে।’


নিজের দলের দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে অবশ্য খুশি হোয়াটমোর। একটু আলাদা করে সৌম্য সরকারের প্রশংসাও করেন তিনি। বলেন, ‘সৌম্য দারুণ কিছু ইনিংস খেলেছে। ভালো কিছু ক্যাচ ধরে দলে অবদানও রেখেছে।


সে বোলিং করার জন্যও প্রস্তুত আছে। আমরা সবসময় চাই সব ব্যাটার যেন রান করে শুধু সৌম্য নয়। একজনের উপর দায় দেওয়াটা অনৈতিক। আপনারাও তার খেলা দেখেছেন। সে দারুণ একজন প্লেয়ার। আমরা দলের সবার কাছ থেকেই বেশি রান চাই।’


আজ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বরিশালের এই ব্যাটাররা জ্বলে উঠতে পারেন কি না সেটি এখন দেখার বিষয়।


সূত্রঃ অনলাইন