রাজকোট টেস্টে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো ভারত

ক্রিকেট দুনিয়া February 18, 2024 602
রাজকোট টেস্টে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো ভারত

পাহাড়সম লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রবীন্দ্র জাদেজার বোলিং তোপে লড়াই-ই করতে পারল না ইংলিশরা। তাদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। রাজকোট টেস্টের চতুর্থ দিনে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।


৫৫৭ রানের রেকর্ড লক্ষ্যে শেষ সেশনে ৮ উইকেট হারিয়ে স্রেফ ১২২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জাদেজা এবার বল হাতে ৪১ রানে নেন ৫ উইকেট।


তবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দিনটা ছিল জসওয়ালের। ডন ব্রাডম্যান ও গ্রায়েম স্মিথের পর তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র ২২ বছর বয়সেই দুটি ডাবল সেঞ্চুরির মালিক বনে যান এই ওপেনার। স্পর্শ করেন পাকিস্তানের ওয়াসিম আকরামের ২৮ বছর আগে গড়া টেস্টের এক ইনিংসে ১২টি ছক্কতার রেকর্ড।


দিন শেষে জসওয়াল অপরাজিত থাকেন ২৩৬ বলে ১৪টি চার ও ১২ ছক্কায় ২১৪ রানে। সাথে শুবমান গিলের ১৫১ বলে ৯১ ও অভিষিক্ত সরফরাজ খানের ৭২ বলে ৬টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৮ রানের সুবাদে ৪ উইকেটে ৪৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।


প্রথম ইনিংসে ৪৪৫ রান করা ভারত নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো দুই টেস্ট ইনিংসে ৪০০ এর বেশি রান করল।


ভারতের জার্সিতে প্রথম টেস্ট খেলতে নেমেই জাত চিনিয়েছেন সরফরাজ খানের। আবারও দেখালেন তিনি বড় মঞ্চের ঘোড়া। প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৭২ বলে ৬৮ রানে। অভিষেকে দুই ইনিংসে ফিফটি করে সুনীল গাভাস্কারের পাশে বসেছেন তিনি।