বিপিএল শেষ পর্যায়ে এলেও এখন পর্যন্ত প্লে অফের লাইনআপ নিশ্চিত হয়নি। মাত্র একটি দল নিশ্চিত করেছে নক আউট পর্ব। বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে চারটি দল।
দুই শহরে আর বাকি তিন ম্যাচ ডে, ছয় ম্যাচ। জমে ওঠা বিপিএল-এর শেষটা উত্তেজনায় ভরা। একমাত্র রংপুর রাইডার্স নিশ্চিত করেছে প্লে অফ খেলা। টানা সাত জয়ের পরও নিশ্চিত হয়নি সেটা প্রথম কোয়ালিফায়ার নাকি এলিমিনেটর।
নক আউটের বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে চার দল। পয়েন্ট টেবিল বলছে সবারই সম্ভাবনা আছে। কুমিল্লা, বরিশাল কিছুটা এগিয়ে। মাত্র এক ম্যাচ বাকি থাকা চট্টগ্রামের সুযোগটাও ভালই। খুলনার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু অসম্ভব নয়। সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা এই অংকের জটিল সমীকরণ থেকে মুক্ত, স্বাধীন।
সমীকরণ যা বলছে-
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত তাদের প্লে অফ খেলা। আর দুই ম্যাচ জিতলে প্রথম কোয়ালিফায়ারই খেলতে পারবে। রংপুরকেও সে সুযোগ নিতে জিততে হবে বাকি দু’ম্যাচের একটি।
বরিশালের জন্য কাজটা সহজ। নিজেদের বাকি দু’ম্যাচ জিতলে আর কারও দিকে তাকাতে হবে না। ১৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত প্লে অফ। তবে এক ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। যদিও তাদের বাকি দু’ম্যাচ রংপুর আর কুমিল্লার সঙ্গেই।
টেবিলের চতুর্থ স্থানটার জন্য শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। চট্টগ্রাম ও খুলনা যার দাবিদার। এই দু’দলের মধ্যেও লড়াই বাকি। চট্টগ্রাম দু’পয়েন্টে এগিয়ে খুলনার চেয়ে এডভান্টেজে। তাই টাইগার্সদের কাজ চট্টগ্রাম ও সিলেটের বিপক্ষে জেতা।