বিপিএলে এলেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দুই তারকা

ক্রিকেট দুনিয়া February 18, 2024 6,849
বিপিএলে এলেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দুই তারকা

সবমিলিয়ে বিপিএলে বাকি আর ১০ ম্যাচ। তবে এখনও বিদেশি ক্রিকেটারের আগমনে দলের শক্তি বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দুই তারকা বাংলাদেশে এসেছেন। তামিম ইকবালের ফরচুন বরিশালে ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন ও খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।


দুই ক্রিকেটারের আগমনের বিষয়টি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করেছে। এখন পর্যন্ত বিপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে রয়েছে তামিমের বরিশাল। অন্যদিকে টানা জয় দিয়ে আসর শুরুর পর এনামুল হক বিজয়ের খুলনা মাঝপথে খেই হারায়। প্লে-অফে ওঠার লড়াইয়ে তাদের খেলতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ।


জাতীয় দলের খেলা থাকায় বিপিএলে দেরিতে আগমন উইন্ডিজ তারকা হোল্ডারের। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি আবার আবুধাবির আইএল টি-টোয়েন্টিতেও যোগ দিয়েছিলেন। যেখানে তার দল দুবাই ক্যাপিটালস গতকাল টুর্নামেন্টটির ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের কাছে পরাজিত হয়েছে।


অন্যদিকে, ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্যান্টন ব্যস্ত ছিলেন আইএল টি-টোয়েন্টিতে। তিনি হোল্ডারের দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি আসরটিতে পাঁচ ম্যাচে ১৬৯ রান করেছেন ব্যান্টন। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১৩০–এর বেশি।


সূত্রঃ ঢাকা পোস্ট