আইপিএলের পরবর্তী আসর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৩ মার্চ। এবারের আসরের পরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ক্রিকেটারদের জন্য টুর্নামেন্টটি হতে চলেছে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ। তবে ক্রিকেটভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইপিএল খেলে ক্রিকেটারদের আয় নিয়ে।
দেখে নিন এ বারের আইপিএলের ১০ দলের ১০ অধিনায়কের বেতন কত...
• লোকেশ রাহুল
২০২২ সালে দুই নতুন দলের আইপিএলে প্রবেশ হয়। এক, গুজরাট টাইটান্স ও দুই লখনউ সুপার জায়ান্টস। সেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তিনি এলএসজিতে ১৭ কোটি টাকা বেতন পান। ১০ দলের ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে বেশি বেতন রাহুলের।
• ঋষাভ পান্থ
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। শ্রেয়স আইয়ারের পর থেকে তিনি ২০২১ সাল থেকে দিল্লির নেতৃত্ব সামলাচ্ছেন। ১৬ কোটি টাকা বেতন পান তিনি।
• হার্দিক পান্ডিয়া
২০২৪ সালের আইপিএলে ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। রোহিত শর্মার জায়গায় তিনি এ বারের আইপিএলে মুম্বইয়ের ক্যাপ্টেন। ১৫ কোটি টাকা তিনি পাবেন মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে।
• সঞ্জু স্যামসন
রাজস্থান রয়্যালসের অধিনায়ক কেরলের উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি পিঙ্ক আর্মি থেকে ১৪ কোটি টাকা বেতন পান।
• শ্রেয়াস আইয়ার
২০২২ সালে ইওন মর্গ্যানের জায়গায় শ্রেয়স আইয়ারকে ক্যাপ্টেন বানায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআরে শ্রেয়াস পান ১২.২৫ কোটি টাকা।
• মহেন্দ্র সিং ধোনি
আইপিএলের অন্যতম সফল দল সিএসকে। ৫ বার চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছেন। তিনি সিএসকেতে পান ১২ কোটি টাকা।
• শিখর ধাওয়ান
মায়াঙ্ক আগরওয়াল পাঞ্জাব কিংস ছাড়ার পর শিখর ধাওয়ানকে প্রীতি জিন্টার দলের ক্যাপ্টেন বানানো হয়। তিনি পঞ্জাব থেকে ৮ কোটি ২৫ লক্ষ টাকা পান।
• শুভমন গিল
হার্দিক পান্ডিয়া ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে ট্রেডিংয়ে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে চলে গিয়েছেন। তারপর শুভমন গিলকে গুজরাট টাইটান্সের নতুন নেতা করা হয়েছে। গুজরাটে তিনি পান ৮ কোটি টাকা।
• ফাফ ডু প্লেসি
২০২২ সাল থেকে আরসিবির নেতৃত্ব সামলাচ্ছেন প্রোটিয়া সুপারস্টার ফাফ ডু'প্লেসি। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্সে বেতন পান ৭ কোটি টাকা।
• এইডেন মার্করাম
২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদ টিমকে নেতৃত্ব দিয়েছিলেন প্রোটিয়া তারকা এইডেন মার্কব়্যাম। তিনি অরেঞ্জ আর্মি থেকে ২.৬ কোটি টাকা বেতন পান।
সূত্রঃ দেশ রূপান্তর