বিপিএলের সিলেট পর্ব শুরু হবে আজ থেকে। এর আগে একের পর এক চমক দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তানিরা চলে গেছেন, এ কারণে দলগুলো অন্য দেশের তারকা ক্রিকেটার দলে ভেড়াতে শুরু করেছে। যার সবশেষ উদাহরণ রংপুর রাইডার্স।
এবারের আসরে মাঠ মাতাতে রংপুরের ডেরায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস। সোমবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন এ প্রোটিয়া ক্রিকেটার।গুঞ্জন ছিল আগেই। এবার আফ্রিকার এই ক্রিকেটারকে নিয়েই এলো রংপুর।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যুক্ত করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে। বিপিএল খেলতে সোমবার রাতেই টিম হোটেলে যোগ দিয়েছেন এ তারকা অলরাউন্ডার।
গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছিলেন মঈন। দলকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় অবদান। এর আগে ২০১৩ সালের আসরে দুরন্ত রাজশাহীর হয়ে প্রথম বিপিএল খেলেছিলেন মঈন। এরপর ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে ভেড়ায়।