বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ তামিম ইকবাল

ক্রিকেট দুনিয়া February 12, 2024 21,638
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ তামিম ইকবাল

তিন ফরম্যাট মিলিয়ে ২১ জন ক্রিকেটারকে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ২০০৭ সালের পর প্রথমবার তামিম নেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে।


তবে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একইসাথে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব। দারুণ খেলতে থাকার ফল হিসেবেই এই দুই ক্রিকেটারকে যুক্ত করেছে বিসিবি।


সোমবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তামিম প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেন, তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে।


ঢাকায় ফিরলে তামিমের সঙ্গে জালাল ভাই ও অন্যরা বসবে। তারা বসার পর আমি নিজেও বসবো। এই বিপিএল চলাকালীনের মধ্যেই সব সিদ্ধান্তগুলো জানাতে পারবো। এর আগে বলাটা আসলে মুশকিল।


এ বছরের চুক্তিতে কোনো ফরম্যাটেই নেই তামিম ইকবালের নাম, এ ওপেনার গত বছরের সেপ্টেম্বরের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।


মাহমুদউল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে জায়গা করে নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে শুধুমাত্র ওয়ানডেতে রাখা হয়েছে এই তাকে। টি-টোয়েন্টিতে তার ওপর আস্থা রাখতে পারেনি বোর্ড। আর টেস্টকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন তিনি।


তাসকিন আহমেদ আছেন শুধু সাদা বলের ক্রিকেটে। কয়েকদিন আগেই টেস্ট ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন এই পেসার।


পেসার তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কেন্দ্রিয় চুক্তিতে, তিনি শুধু ওয়ানডেতে আছেন। সাদা বলের দুই ফরম্যাটেই আছেন তাওহীদ হৃদয়। স্পিনার নাঈম হাসান জায়গা পেয়েছেন টেস্টের চুক্তিতে।


টি-টোয়েন্টির চুক্তিতে থাকা মোসাদ্দেক হোসেন বাদ পড়েছেন এবার, রাখা হয়নি আফিফ হোসেনকেও। আগের বছর টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা নুরুল হাসান সোহান এবার আছেন কেবল টি-টোয়েন্টিতে।


তিন সংস্করণের চুক্তিতে আছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।


ওয়ানডে ও টেস্টের চুক্তিতে আছেন: মুশফিকুর রহিম।


ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।


শুধু টেস্টের চুক্তিতে আছেন: মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।


শুধু ওয়ানডের চুক্তিতে আছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।


শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন