যুব বিশ্বকাপ মাতানো মারকুটে ব্যাটারকে দলে নিলো চট্টগ্রাম

ক্রিকেট দুনিয়া February 12, 2024 1,722
যুব বিশ্বকাপ মাতানো মারকুটে ব্যাটারকে দলে নিলো চট্টগ্রাম

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সবশেষ যুব বিশ্বকাপে ব্যাট হাতে আলো কেড়েছেন তরুণ ক্রিকেটার জিশান আলম। তারই পুরস্কারস্বরূপ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর বিপিএলে দল পেলেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।


সরাসরি চুক্তিতে খেলোয়াড় যুক্ত করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আরও এক চমক। এবার তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটার জিশান আলমকে। এক বিবৃতিতে ফ্র‍্যাঞ্চাইজিটি জিশানকে দলে নেওয়া নিশ্চিত করে, চলমান বিপিএলের বাকি অংশের জন্য জিশান আলমের সাথে চুক্তি করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


জিশান বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম মুখ। ২০২৩ সালে এশিয়া কাপ শিরোপা জয়ী দলের সদস্য। খেলেছেন দক্ষিণ আফ্রিকায় সবশেষ অনুষ্ঠিত যুব বিশ্বকাপেও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ১৩৭ রান করেছেন তিনি। আছে একটি ফিফটি রানের ইনিংসও।


বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার জাহাঙ্গীর আলমের সন্তান জিশান। জিশানের এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়নি। তবে ৯টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ব্যাটারের। ব্যাট হাতে মোট ২৫৪ রান করার পাশাপাশি বোলিংয়ে পেয়েছেন ৩ উইকেট।


এবারই প্রথম জিশান দল পেলেন বিপিএলে। তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ আগামীকাল মঙ্গলবার দুপুরে, চট্টগ্রামের হোম গ্রাউন্ডে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয় নিয়ে চট্টগ্রামের অবস্থান টেবিলের তিনে।