এবার উদ্ভট এক কারণে ম্যাচ বাতিলের ঘটনা ঘটেছে ওয়েস্ট ইন্ডিজে। দ্বীপ রাষ্ট্রটির ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে শেষ হতে পারেনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও গায়ানার মধ্যকার নির্ধারিত ম্যাচ।
'ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্ট' এর বরাতে বেশকিছু সংবাদমাধ্যম জানিয়েছে, সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চার দিনের ম্যাচটির দ্বিতীয় দিনেই ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। যার নেপথ্যে রয়েছে গরু। জানা গেছে, গরুর দল রাতে মাঠের ঘাস খেয়ে নেয় এবং কিছু অংশ পদদলিতও করেছিল। আর সেই কারণেই এই ম্যাচটি হয়নি। প্রথম দিন ব্যাট করে ৪ উইকেটে ২১৫ রান তুলেছিল ত্রিনিদাদ।
ঘরোয়া ক্রিকেটেও এর আগে এমন কোনো ঘটনার কথা জানা যায়নি। এর আগে মৌমাছি, কুকুর কিংবা সাপের উপস্থিতির কারণে মাঝে মাঝেই খেলা বন্ধ হতে দেখা গিয়েছিল। তবে গরুর জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা এই প্রথম।
কিছুদিন আগে হঠাৎ একটি সাপ মাঠে ঢুকে পড়ায় লঙ্কান প্রিমিয়ার লিগের খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল। ২০২২ সালে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামেও ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ম্যাচের সময় একই ধরনের ঘটনা ঘটে।
সূত্রঃ অনলাইন