শক্তি বাড়াতে প্রোটিয়া তারকাকে দলে নিলো খুলনা

ক্রিকেট দুনিয়া February 11, 2024 1,609
শক্তি বাড়াতে প্রোটিয়া তারকাকে দলে নিলো খুলনা

প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির আসর শেষ হয়েছে গতকাল। সেখানে নিজ দলের খেলা শেষ করে দেশটির ক্রিকেটাররা বিদেশি লিগগুলোতে অংশ নিতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রোটিয়া পেসার ওয়েন পারনেলকে দলে ভিড়িয়েছে খুলনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দলটি এই তথ্য নিশ্চিত করেছে। তবে পারনেল কবে নাগাদ দলে যোগ দেবেন সেটি জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।


এসএ টোয়েন্টিতে পারনেল প্রিটোরিয়া ক্যাপিটালের হয়ে খেলেছেন। যেখানে ৭ ম্যাচে বলা হাতে তার শিকার ১৪ উইকেট। টেল-এন্ডারে নেমেও ছোট্ট অথচ ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেছেন এই প্রিটোরিয়া অধিনায়ক। যদিও আসরটিতে পারনেলের দল সেভাবে ভালো করতে পারেনি। ১০ ম্যাচে তারা মাত্র তিনটিতে জয় পায়।


ঢাকা পর্ব শেষ করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো চট্টগ্রামে উড়াল দিয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ম্যাচগুলো। ওই দিন দ্বিতীয় ম্যাচে শীর্ষে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে এনামুল হক বিজয়ের দল খুলনা। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের পাঁচে আছে। প্রথম ৫ ম্যাচে ৪ জয় পাওয়া খুলনা শেষ তিন ম্যাচে জয়হীন। টানা তিন হারে তারা নেমে গিয়েছে টেবিলের পাঁচে। রংপুর, কুমিল্লার মতো কঠিন প্রতিপক্ষ তাদের সামনেও। ৮ পয়েন্ট পাওয়া খুলনার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি।


তারকায় ঠাসা রংপুর টানা জয়ের সুবাদে ওঠে এসেছে তালিকার শীর্ষে। ৮ ম্যাচে ৬ জয়ের পর উত্তরবঙ্গের প্রতিনিধিরা নামের পাশে যোগ করেছে ১২ পয়েন্ট। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান ফরচুন বরিশালের।


তালিকার ষষ্ঠ ও সর্বশেষ সপ্তম স্থানে আছে যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। টানা সপ্তম হারে ঢাকা ইতোমধ্যে বিদায় নিশ্চিত করে ফেলেছে। ৯ ম্যাচে তারা জিতেছে মাত্র একটিতে। অন্যদিকে, প্রথম পাঁচ ম্যাচে টানা পরাজিত চার ম্যাচের তিনটিতে জিতেছে। যা এখনও সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে সিলেটের।


সূত্রঃ ঢাকা পোস্ট