বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বদলি হিসেবে যোগ দিলেন যারা

ক্রিকেট দুনিয়া February 8, 2024 5,901
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বদলি হিসেবে যোগ দিলেন যারা

বিপিএল যেন ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার মতো । বিপিএলে যখন তখন চাইলেই খেলোয়াড় যুক্ত করা যায়। চলেও যাওয়া যায়। ইতিমধ্যেই শেষ হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল অধ্যায় । একই সাথে জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়তে হচ্ছে লঙ্কান ও আফগান ক্রিকেটারদের। এমন এক প্রতিযোগিতায় বাবর-রিজওয়ানদের বদলি হিসেবে ইতিমধ্যেই যোগ দিয়েছেন এক ঝাক বিদেশি তারকা ।


রংপুর রাইডার্স টিম হোটেলে চলে এসেছেন ইংলিশ উইকেট-কিপার ব্যাটার টম মুরস । রংপুরের জার্সিতে চলতি বিপিএল রাঙানোর অপেক্ষায় তিনি ।


ডার্বিশায়রের দক্ষ উইকেট-কিপার ব্যাটসম্যান ব্রুক ডেভিড গেস্ট প্রথমবারের মতো বিপিএলে খেলতে যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এছাড়া ২০২২ বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ তারকা ব্যাটার উইল জ্যাকস লিটন দাসের অধীনে খেলে ফেলেছেন একটি ম্যাচ ।


বৃহস্পতিবার দুপুরে লংকান পেসার কাসুন রাজিথা যোগ দিয়েছেন খুলনা টাইগার্সদের ডেরায় ।


এছাড়া ঢাকায় দ্বিতীয় পর্বে ১০ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য তারা আনবে ইংল্যান্ডের ডেভিভ মালান, নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ও দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসকে।


১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ।