বিপিএলে যোগ দিচ্ছেন যেসব নতুন তারকা ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া February 8, 2024 19,488
বিপিএলে যোগ দিচ্ছেন যেসব নতুন তারকা ক্রিকেটার

বিপিএলে শেষ হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের অধ্যায়। বাবর-রিজওয়ানের মতো বর্তমান সময়ের তারকা ক্রিকেটাররা এবারের বিপিএলে মাঠ মাতিয়েছেন। পাক ক্রিকেটাররা না থাকলেও রঙ হারাচ্ছে না বিপিএল। দলগুলোতে নতুন করে যোগ দিচ্ছেন একঝাঁক তারকা।


বুধবার (৭ ফেব্রুয়ারি) বিমান ধরার তাড়ায় সতীর্থ আমের জামালকে স্টেডিয়ামে রেখে চলে যান মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ। কুমিল্লা-খুলনার ম্যাচ শেষে হয়েছে এমন অদ্ভুত কাণ্ড। নিজ দেশের পিএসএল খেলতে বিপিএল ছেড়েছে সব পাকিস্তানি ক্রিকেটার। তাতেও অবশ্য রং হারাচ্ছে না টুর্নামেন্টটি।


ঢাকায় দ্বিতীয় পর্বে ১০ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য তারা আনবে ইংল্যান্ডের ডেভিভ মালান, নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ও দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসকে। তাদের সঙ্গে রাইসি ফন ডার ডুসেনেরও আসার কথা ছিল। কিন্তু চোটের কারণে আপাতত তাকে আনছে না রংপুর। তবে বিপিএলের শেষ দিকে কোয়ালিফায়ারে উঠলে তাদের সঙ্গে যোগ দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নিকোলাস পুরান।


ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শেষ হলে বিপিএলে ফিরবেন শাই হোপ, ওশান থমাসরা। দুজনই ১৩ ফেব্রুয়ারি শুরু চট্টগ্রাম পর্বে বিপিএলে যোগ দেবেন। তাতে খুলনা টাইগার্স কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচবে। কুমিল্লা শিবিরে এরই মধ্যে যোগ দিয়েছেন উইল জ্যাকস। কিছুদিনের মধ্যে তাদের সঙ্গে যোগ দেবেনে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলী। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে।


এছাড়া ফরচুন বরিশালে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ডেভিড মিলার। সেই সঙ্গে দলটি কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনকেও নিয়ে আসতে চাইছেন। মূলত কোয়ালিফায়ারের লড়াইয়ে থাকা রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও কুমিল্লা বিদেশি খেলোয়াড় দলে ভেড়াতে চাইছে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০ শেষ হবে ১০ ফেব্রুয়ারি এবং সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি ১৭ ফেব্রুয়ারি শেষ হবে। এই দুই প্রতিযোগিতা শেষে তারকা মানের খেলোয়াড় পাওয়া যাবে বিপিএলে।


সর্বশেষ আপডেটঃ


➡️ রাইডার্স টিম হোটেলে চলে এসেছেন ইংলিশ উইকেট-কিপার ব্যাটার টম মুরস- রংপুরের জার্সিতে চলতি বিপিএল রাঙানোর অপেক্ষা ।


➡️ এছাড়া ২০২২ বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ তারকা ব্যাটার উইল জ্যাকস লিটন দাসের অধীনে খেলতে যোগ দিয়েছেন ঢাকায় টিম হোটেলে ।


➡️ ডার্বিশায়রের দক্ষ উইকেট-কিপার ব্যাটসম্যান ব্রুক ডেভিড গেস্ট প্রথমবারের মতো বিপিএলে খেলতে যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।


➡️ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ।


➡️ লংকান পেসার কাসুন রাজিথা যোগ দিয়েছেন খুলনা টাইগার্স ডেরায় ।


➡️ খুলনার হয়ে বিপিএলে খেলতে আসছেন উইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার ।