বিপিএলে যেন জিততে ভুলেই গেছে দুর্দান্ত ঢাকা। জয় দিয়ে আসর শুরু করা রাজধানীর দলটি পেয়েছে টানা ছয় শ্যাচ হারের তিক্ততা। তাদের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পয়েন্ট তালিকার নিচের দিকের আরেক দল সিলেট স্ট্রাইকার্স।
মিরপুরে বুধবার রেজাউর রহমান রাজা ও সামিত প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে ঢাকাকে ১২৪ রানে আটকে রাখে সিলেট। নাজমুল হোসেন শান্তর ৩৩ এবং বিনি হাওয়েল (২৬ বলে অপরাজিত ৩০) ও রায়ান বার্লের (৩১ বলে অপরাজিত ২৯) অপরাজিত ফিফটি জুটিতে ৫ উইকেট আর ৬ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে গতবারের ফাইনালিস্টরা।
আট ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় জয়। সাত দলের তালিকায় তারা ছয়ে। অন্যদিকে সাত ম্যাচে এটি ষষ্ঠ পরাজয় প্রতিযোগিতার নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকার। পয়েন্ট তালিকাতেও তারা আছে তলানীতে।
দুর্দান্ত ঢাকার হয়ে টস করতে মাঠে নামেন সহ থেকে পূর্ণ অধিনায়ক তাসকিন আহমেদ। তাসকিনের ভাগ্য হয়নি মিঠুনের মতো। নেতৃত্বের শুরু সিলেটের কাছে ৫ উইকেটের হারে।
ব্যাট হাতে এদিনও ব্যর্থ হন ঢাকার টপ অর্ডারে সুযোগ পাওয়া সাব্বির হোসেন। নিজের দ্বিতীয় ম্যাচে ফিরেছেন ৪ রানেই। এর পর ৭৮ রানের দারুণ জুটি গড়েন নাঈম শেখ ও সাইফ হাসান। ৩২ বলে ৬ চার ও ১ ছয়ে ৪১ রান করে আউট হন সাইফ। এর দুই রান পরেই ফিরে যান নাঈম। জোড়া চার-ছক্কায় আজ তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৬ রান।
ওখানেই শেষ ঢাকার ব্যাটারদের রান করার গল্প। অজি সুইপোলজিস্ট অ্যালেক্স রস কিংবা পাকিস্তানি হার্ড হিটার সাঈম আইয়ুব কারও ব্যাটেই নেই রান। ৭ বলে ৫ রান রসের, সাঈমের ১৩ বলে ১০। ইরফান শুক্কুরও ফেরেন ১০ বলে ৮ রানে। বুড়ো সামিত প্যাটেল বল হাতে এদিনও সফল। কোটার ৪ ওভারে ১৯ রান খরচায় তার শিকার ২ উইকেট। তবে রেজাউর রহমান রাজা পেয়েছেন ৩ উইকেট। ঢাকার ইনিংস থামে ৮ উইকেটে ১২৪ রানে।
১২৫ রানের লক্ষ্য তাড়ায় সিলেটের ব্যাটিংয়ের হালও আগের মতোই। শরিফুলের পেসে দিশাহারা সিলেটের টপ অর্ডার। তবে সাকিব-লিটনের পর এদিন কিছুটা রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৬ চারে ২৫ বলে ৩৩ রান করে তিনি কাটা পড়েন উসমান কাদিরের ঘূর্ণিতে।
এর পর সিলেটকে পঞ্চাশোর্ধ্ব জুটিতে বৈতরনী পার করান দুই বিদেশি বেনি হাওয়েল ও রায়ান বার্ল। হাওয়েল ৩০ ও বার্ল ২৯ রানে অপরাজিত থাকেন। শরিফুল ৩টি ও উসমান ২টি উইকেট পান। সিলেট পর্বের পর ঢাকা পর্বেও ঢাকাকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় পেল সিলেট।
সূত্রঃ অনলাইন