আমির জামালের আগুনে বিধ্বস্ত হলো খুলনা

ক্রিকেট দুনিয়া February 7, 2024 2,906
আমির জামালের আগুনে বিধ্বস্ত হলো খুলনা

অভিষেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট নিয়ে হৈচৈ ফেলা দেয়া আমির জামালকে বিপিএলে নিয়ে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ফাস্ট বোলারই এবারের আসরে প্রথম ৫ উইকেটের কীর্তি গড়লেন। তার আগুন ঝরানো বোলিংয়ে ১১৫ রানে গুটিয়ে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো খুলনা টাইগার্স।


মিরপুরে আজ দিনের প্রথম ম্যাচে ১৫০ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ১১ বলে ১৯ রান তুলে নিয়েছিলেন অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পিছিয়ে পড়তে থাকে খুলনা।


এবার এই প্রথম টুর্নামেন্টে খেলতে নামা উইল জ্যাকস (৪-০-১৪-১) ও মোস্তাফিজুর রহমান (৩-০-১৭-১) চেপে ধরে প্রথম চার ম্যাচ জয়ী খুলনার ব্যাটারদের। পঞ্চম বোলার হিসেবে বল করতে আসা আমির জামাল চুপসে যাওয়া খুলনার ব্যাটিং লাইনে আগুন ঝরিয়ে তুলে নেন ৫ উইকেট।


শেষপর্যন্ত ৭ বল আগেই ১১৫ রানে গুটিয়ে যায় খুলনা। আমিরের বোলিং ফিগার দাড়ায় ৪-০-২৩-৫। বিপিএল ইতিহাসে ১৮তম ৫ উইকেটের কীর্তি।


৩৪ রানের জয়ে ৮ পয়েন্ট নিয়ে খুলনাকে নেটরানরেটে পেছনে ফেলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো গতবারের চ্যাম্পিয়ন খুলনা ভিক্টোরিয়ান্স।