তিনি বিপিএল দিয়েই পরিচিতি পেয়েছিলেন। উইল জ্যাকস এরপর সুযোগ পান ইংল্যান্ড জাতীয় দলে। নামের সুবিচারও করে যাচ্ছেন তিনি। নিয়মিত না হলেও সাদা বলের ফরম্যাটে ভালো পারফরম্যান্স তার।
এবারের বিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন জ্যাকস। তার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুকে এক বিবৃতি দিয়ে কুমিল্লা লিখেছে, ‘অপেক্ষার পালা শেষ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ কাঁপাতে চলে এসেছেন উইল জ্যাকস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে তাকে জানাই উষ্ণ স্বাগতম।’
২০২২ সালের গোড়ার দিকে ততটা পরিচিত ছিলেন না উইল জ্যাকস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এসে ভালো নামডাক কামান। ওই আসরে বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ১১ ম্যাচে ১৫৫.০৫ স্ট্রাইকরেটে করেন ৪১৪ রান।
বিপিএল খেলে যাওয়ার পর জ্যাকস ডাক পান ইংল্যান্ড জাতীয় দলে। এরমধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগেও দেখা যেতে তাকে। খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার স্ট্রাইকরেট একশর কাছাকাছি। শুধু টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট ১৫৮.৪১।
সূত্রঃ সময় টিভি অনলাইন