অ্যাবটের বলের আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন হিউজ। দুদিন কোমায় থাকার পর মৃত্যবরণ করেন। অ্যাবট তার ক্যারিয়ারে পারফরম্যান্সের কারণে তেমন আলোচনায় আসেননি। তবে আজ সিডনিতেই সেই অ্যাবটের দারুণ পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৯ উইকেটে ২৫৮ রান। দলীয় ৯১ রানে ৫ উইকেট পরেছিল অজিদের। শন অ্যাবট ব্যাট হাতে ৬৩ বলে খেলেন ৬৯ রানের ইনিংস। এটি ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা ইনিংস। সঙ্গে ম্যাথু শর্টের ৪১ ও অ্যারন হার্ডির ২৬ রানে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া।
বল হাতেও দাপট দেখান অ্যাবট। ১০ ওভারে ৪০ রানে নেন ৩ উইকেট। তিনি ফেরান উইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করা কেসি কার্টিকে। এছাড়া ওটলে (৮) ও রোস্টন চেজকেও (২৫) ফেরান অ্যাবট। ম্যাচে দুটি ক্যাচও নেন।
উইন্ডিজ অধিনায়ক শাই হোপ করেন ২৯ রান। অস্ট্রেলিয়ান পেসার হ্যাজেলউডও নেন ৩ উইকেট। এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয় ব্যাটসম্যান ফ্রেজার ম্যাকগার্ক এবং অলরাউন্ডার উইল সাদারল্যান্ড।
দারুণ পারফরম্যান্সে ওয়ানডেতে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন অ্যাবট। সিরিজের প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।
সূত্রঃ দেশ রূপান্তর