সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে সোহান এতটাই প্রশ্ন শুনলেন যে এক পর্যায়ে বলেই বসলেন, পরের বার সাকিবকে পাঠাবেন তিনি। কথা অনুযায়ী কাজ করেছেন সোহান। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বড় জয়ের পর সাকিব এলেন সংবাদ সম্মেলনে। সেখানে কখনো হাসির ছলে, কখনো সিরিয়াস হয়ে তাকে ঘিরে জমে থাকা প্রশ্নের উত্তর দিলের সাকিব।
পাঠকদের জন্য সেই প্রশ্নোত্তর পর্ব...
প্রশ : কেমন আছেন?
সাকিব : আলহামদুলিল্লাহ
প্রশ্ন : চোখের বর্তমান অবস্থা কেমন?
সাকিব : ভালো আছে।
প্রশ্ন : আজও ব্যাটিং করতে সমস্যা হচ্ছিল মনে হলো...
সাকিব : আপনাকে কে বলেছে চোখের জন্য সমস্যা হচ্ছে?
প্রশ্ন : সোহান অনুরোধ করেছিলেন বলে এলেন?
সাকিব : অনুরোধ করেনি। অধিনায়ক অর্ডার দিয়েছে, আমি চলে এসেছি।
প্রশ্ন : আগের চেয়ে কমফোর্ট বেড়েছে?
সাকিব : এটা তো বলা মুশকিল।
আসলে যত রান করব তত কমফোর্ট লেভেল বাড়বে। রান যতক্ষণ করছি না ততক্ষণ রিদমটাও আসবে না, কমফোর্ট জোনও থাকবে না। এটাই স্বাভাবিক।
প্রশ্ন : হতাশা আছে?
সাকিব : না।
প্রশ্ন : গোল্ডেন ডাক মারলেন। যদিও আউট ছিলেন না, কিন্তু রিভিউ নিলেন না যে?
সাকিব : বুঝলাম যে খারাপ সময়ে সব কিছু খারাপ যায়।
প্রশ্ন : কোচ সালাউদ্দিন সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করছেন...
সাকিব : সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যা ফেস করছি উতরে যেতে পারি।
প্রশ্ন : সালাউদ্দিন বলেছিলেন, আপনার ব্যাটিং ঠিক না হলে আর ক্রিকেট খেলবেন না। আপনার ভাবনা কী?
সাকিব : আপনাদের কথা নাই? অন্যদের ফেইজ ইউজ করেন ক্যান? আপনাদের কারও কোনো ইয়ে নাই। কে কী বলছে…। আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নাই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করেন। পরেরটা পরে ভাববো।
প্রশ্ন : চোখের সমস্যা কারণে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। কবে ঠিক হবে বলে মনে করেন?
সাকিব : জানি না, আমার এটা আইডিয়া নেই কখন ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এই যে বার বার চোখ চোখ চোখ করতেছেন, চোখের কোনো সমস্যা নেই; আপনি চশমা পরে যেটা দেখেন, আমি তার চেয়ে ভালো দেখি।
প্রশ্ন : তাহলে সমস্যা কোথায়?
সাকিব : কী সমস্যা আছে এটাই খুঁজার চেষ্টা করছি এখন।
প্রশ্ন : সিঙ্গাপুরে দেখিয়ে এলেন যে...
সাকিব : সিঙ্গাপুরে তো চোখ দেখিয়েছি, শরীর দেখিয়েছি। এটাই খুজছি সমস্যাটা কোথায় হচ্ছে। এটা বের করার চেষ্টা করছি, বাকিরাও চেষ্টা করছে।
প্রশ্ন : বলা হচ্ছে প্রেশারের কারণে...
সাকিব : কোন বিজ্ঞ বলেছে এটা? কোন ডাক্তার? কার রিপোর্ট? উনি তো আমারে দেখে নাই। উনার আমার সম্পর্কে বলাটা খুব মুশকিল যে আসলে আমার কী হচ্ছে। আপনি উনার কাছে আমার রিপোর্ট দিয়েছিলেন? আপনাকে কে বলেছে আমার কী সমস্যাটা আছে? স্টেটমেন্ট দিয়েছে বিসিবি… সেটা তারা বলছে।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন