এশিয়ার মাটিতে দুপুরে মাঠে নামছে মেসির ইন্টার মায়ামি

ক্রিকেট দুনিয়া February 4, 2024 482
এশিয়ার মাটিতে দুপুরে মাঠে নামছে মেসির ইন্টার মায়ামি

সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে দুই প্রীতি ম্যাচে বিধ্বস্ত হয়ে এখন হংকংয়ে ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচ খেলতে হংকং একাদশের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। হ্যামস্ট্রিংয়ের চোট থাকলেও এ ম্যাচে মেসিকে পাওয়ার সম্ভাবনা আছে বলে জানান মায়ামির কোচ টাটা মার্টিনো। ম্যাচ শুরু হবে রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায়।


বার্সার তিন সাবেক সতীর্থকে নিয়ে একদিন আগেই হংকংয়ে পৌঁছেছে মেসি বাহিনী। যাওয়ার পথে বিমানবন্দর থেকে হোটেল, সব জায়গায় ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন লিওনেল মেসি। পুরো হংকং ছেয়ে গেছে তার পোস্টার-ব্যানারে। ভক্তদের উন্মাদনায় তর তর করে বেড়েছে ম্যাচ টিকিট আর জার্সির দাম।


ম্যাচের পর ম্যাচ হেরে অস্বস্তিতে ভুগছে ইন্টার মায়ামি। বেশ কিছুদিন ধরেই চোটে ভুগছেন এলএমটেন। যে কারণে আল নাসরের বিপক্ষে ম্যাচে পুরো সময় মাঠে দেখা যায়নি তাকে। ম্যাচের ৮৩ মিনিটে মাঠে নেমেছেন তিনি। চোট পুরোপুরি সারেনি এখনও। ফলে হংকং একাদশের বিপক্ষে লিও মাঠে নামবেন কি না, তা নিয়ে আছে ধোঁয়াশা।


প্রাক মৌসুমের প্রস্তুতিতে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি মায়ামি। তবে যে কোনো মূল্যে হংকং একাদশের বিপক্ষে জিততে চায় তারা। দলটির কোচ মার্টিনো বলেন, ‘হংকংয়ে আসার আগে আমরা দুটি কঠিন ম্যাচ খেলেছি। ফুটবলারদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। আশা করি এই ম্যাচে লিওনেল মেসিকে আমরা পাব। যত বেশি সময় সম্ভব মেসি খেলবে। তার খেলা প্রায় নিশ্চিত।’


হংকং স্টেডিয়ামে খেলতে নামবে মেসির দল। চল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে নিঃসন্দেহে স্বাগতিকদের তুলনায় মেসির সমর্থকরাই বেশি থাকবে!


সূত্রঃ সময় টিভি অনলাইন