বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটে-বলের লড়াইয়ে শীর্ষে যারা

ক্রিকেট দুনিয়া February 4, 2024 5,784
বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটে-বলের লড়াইয়ে শীর্ষে যারা

ইতিমধ্যেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্বের খেলা । মাঝে দুইদিন বিরতি দিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় পর্বের ম্যাচ চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।


সিলেট পর্বের ছয় ম্যাচডেতে হয়েছে ১২ ম্যাচ। এবারের বিপিএলে অংশ নেয়া ৭ দলের প্রত্যেকে খেলেছে অন্তত পাঁচটি করে ম্যাচ। সিলেট পর্বের শেষে খুলনাকে হটিয়ে শীর্ষস্থানটা দখল করে নিয়েছে তারকাখচিত দল রংপুর রাইডার্স। এরপর বিপিএল আবারও ফিরছে ব্যস্ত নগরী ঢাকাতে ।


বিপিএলের দশম আসরের প্রথম পর্বের রাতের ম্যাচগুলোতে ছিল ব্যাটারদের দাপট। তবে সিলেট পর্বের বেশিরভাগ ম্যাচেই দিনে ও রাতে রান পেয়েছে ব্যাটাররা । প্রায় সবগুলো ম্যাচেই দেখা মিলেছে বড় স্কোরের। সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় ছয় ম্যাচে দুই ফিফটিতে ২২৯ রান নিয়ে যথারীতি শীর্ষে ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। দশ উইকেট নিয়ে বোলারদের তালিকার শরিফুলকে টপকে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্সের স্পিনার শেখ মেহেদী হাসান । এর মধ্যে চমক দেখিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার আর নাগারাভা ।


সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক-


১. মুশফিকুর রহিম (বরিশাল) - ২২৯ রান

২. বাবার আজম (রংপুর) - ২০৪ রান

৩. জাকির হাসান (সিলেট) - ১৯৩ রান

৪. অভিষ্কা ফার্নান্দো (চট্টগ্রাম) - ১৭৪ রান

৫. তামিম ইকবাল (বরিশাল) - ১৪৯ রান


সিলেট পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার-


১. শেখ মেহেদী হাসান (রংপুর) - ১০ উইকেট

২. শরিফুল ইসলাম (ঢাকা) - ১০ উইকেট

৩. আর নাগারাভা (সিলেট) - ১০ উইকেট

৪. তানভির ইসলাম (কুমিল্লা) - ৯ উইকেট

৫. বিলাল খান (চট্টগ্রাম)- ৯ উইকেট


সিলেট পর্ব শেষে সেরা বোলিং ফিগার-


১. নাহিদুল ইসলাম (খুলনা) - ১২/৪ (৪ ওভার) বনাম চট্টগ্রাম

২. তানভির ইসলাম (কুমিল্লা) - ১৩/৪ (৪ ওভার) বনাম চট্টগ্রাম

৩. সানাকা (খুলনা) - 16/৪ (৩ ওভার) বনাম রংপুর

৪. এলিস আল ইসলাম (কুমিল্লা) - ১৭/৪ (৪ ওভার) বনাম সিলেট

৫. কার্টিস ক্যাম্ফার (চট্টগ্রাম) - ২০/৪ (৩ ওভার) বনাম বরিশাল