টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ফেরা নিয়ে যা বললেন নান্নু

ক্রিকেট দুনিয়া February 4, 2024 6,461
টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ফেরা নিয়ে যা বললেন নান্নু

টি-টোয়েন্টিতে দলে মাহমুদউল্লাহ’র ফেরা নিয়ে বোর্ড পরিচালকরা একমত হলেও, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বল ঠেলে দিয়েছেন হেড কোচ হাথুরুসিংহের কোর্টে। শ্রীলঙ্কা সিরিজে তাকে দেখা যাবে কিনা কোচ ঢাকায় ফিরে সিদ্ধান্ত দেবেন।


মাহমুদউল্লাহ নিরব! তবে বরাবরের মতো তাকে নিয়ে ক্রিকেট বোর্ডে সরব আলোচনা। ওয়ানডের পর টি-টোয়েন্টি স্কোয়াডেও কী ফিরছেন সাইলেন্ট কিলার?


দু'বোর্ড পরিচালকের এমন মন্তব্য আলোচনা তীব্র হয়েছে। সিলেটে বিপিএল দেখতে হাজির প্রধান নির্বাচক। মাঠেই মাহমুদউল্লাহ আর প্রেসিডেন্ট বক্সে মিনহাজুল আবেদীন। শর্টার ফরম্যাটে মাহমুদউল্লাহর ফেরার প্রশ্নে নির্বাচক প্যানেলের বল হেড কোচ হাথুরুসিংহের কোর্টে।


বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, আমরা পরবর্তী সিরিজের দল গঠনের জন্য কাজ শুরু করেছি। হেড কোচের পরিকল্পনা নিয়েই আগাচ্ছি।


চোখের সমস্যায় বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত অনুশীলন আর একাগ্রতা দেখে সাকিবে প্রতি মুগ্ধ প্রধান নির্বাচক। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম নাকি অলরাউন্ডারকে রেখেই তিন ফরম্যাটের একাদশ সাজাবেন মিনহাজুল আবেদীন?


গুঞ্জন আছে টেস্ট থেকে বিরতি চান তাসকিন। অবশ্য প্রধান নির্বাচকের এমন কিছু জানা নেই। নাজমুল শান্ত অফ ফর্মে থাকলেও এ ক্রিকেটারের প্রতি বিসিবির বিশ্বাস অটল।


মিনহাজুল আবেদীন আরও বলেন, ও তো ২০২১ সালে মধ্যে সেরা খেলোয়াড়। একটা দুইটা ম্যাচ দিয়ে তো আপনি খেলোয়াড়কে যাচাই করতে পারবেন না। সুতরাং অপেক্ষা করেন আশা করি সামনে আরও ভালো কিছু দেখবেন।


২২ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হেড কোচ হাথুরুসিংহে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গঠনে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে কড়া নজরদারি বিসিবির।


সূত্রঃ চ্যানেল ২৪ অনলাইন