বিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই

ক্রিকেট দুনিয়া February 4, 2024 6,751
বিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্বের খেলা শেষ হলো । ধীরে ধীরে জমে উঠছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি লড়াইও হচ্ছে প্রত্যেকের । মাঝে দুইদিন বিরতি দিয়ে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব। তার আগে একবার দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলে কার কি অবস্থান।


সিলেটে ছয় ম্যাচডেতে হয়েছে ১২ ম্যাচ। অংশ নেওয়া ৭ দলের প্রত্যেকে ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে অন্তত পাঁচটি করে ম্যাচ খেলেছে । ঢাকা পর্বের শেষে যেখানে শীর্ষে ছিল খুলনা টাইগার্স, সেখানে সিলেট পর্বের শেষে খুলনাকে হটিয়ে শীর্ষস্থানটা দখল করে নিয়েছে তারকাখচিত দল রংপুর রাইডার্স।


সিলেটে এসে প্রথম হারের স্বাদ পাওয়া খুলনা ৫ ম্যাচে ৪ জয়ের ফলে পেয়েছে ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট আছে রংপুরেরও। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে এবং নেট রান রেটেও এগিয়ে আছে। ফলে খুলনাকে দুইয়ে ঠেলে দিয়ে এখন রংপুর রয়েছে শীর্ষে। সমান ৮ পয়েন্ট পেলেও এই দুই দলের চেয়ে নেট রান রেটে কিছুটা পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


ঢাকা পর্বে সব ম্যাচ জিতে উড়তে থাকা খুলনা প্রথম হারের স্বাদ পেয়েছে সিলেটে এসে। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে টানটান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছে খুলনা টাইগার্স। আর যার ফলে টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখতে পারেনি তারা। অন্যদিকে একই দিনের দ্বিতীয় ম্যাচে এবং সিলেট পর্বের সর্বশেষ ম্যাচে ঘরের দল সিলেট স্ট্রাইকার্সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রংপুর। ৭৭ রানের বিশাল জয়ের ফলে ৮ পয়েন্ট তোলার পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে রংপুর। যার ফলে খুলনাকে দুই নম্বরে ঠেলে দিয়ে এক নম্বরে উঠেছে রংপুর রাইডার্স।


টেবিলের চার নম্বরে আছে হেভিওয়েট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৫ ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচে। ফলে ঝুলিতে আছে ৬ পয়েন্ট। সমান পয়েন্ট আছে ফরচুন বরিশালেরও। কিন্তু কুমিল্লার চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের ৫ম স্থানে রয়েছে বরিশাল।


টেবিলের একদম তলানির দুই দল দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স। দুই দলের পয়েন্টই সমান ২ করে। তবে নেট রান রেটের মারপ্যাঁচে ঢাকা আছে ৬ নম্বরে। অন্যদিকে সিলেট আছে ৭ম স্থানে।