চলতি বিপিএল শেষে বাংলাদেশও দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততায় পা রাখবে। আগে থেকেই নির্ধারিত তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। তবে এবার সবগুলো ম্যাচই হবে ঢাকার বাইরে। অর্থাৎ হোম আব ক্রিকেট’খ্যাত মিরপুরে সিরিজের একটি ম্যাচও হবে না।
টি-টোয়েন্টি দিয়ে লঙ্কানদের বিপক্ষে এক মাসেরও বেশি সময়ের সিরিজ শুরু করবে বাংলাদেশ। আজ (শুক্রবার) এক বিবৃতিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানিয়েছে বিসিবি। যেখানে দেখা যায়— তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচই হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে। ২০০৬ সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে শের-ই-বাংলা স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছিল।
সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।
এর আগে সবশেষ ২০১৮ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কানরা বাংলাদেশে এসেছিল। যদিও ২০২২ সালে তারা সফরে এসেছিল দুটি টেস্ট ম্যাচ খেলতে। ২০২১ সালে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আগামী ১ মার্চ ঢাকায় পা রাখবে লঙ্কানরা। এরপর তারা টি-টোয়েন্টির ভেন্যু সিলেটে উড়াল দেবে। তাদের আগমনের দিনই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসরের ফাইনাল।
সূত্রঃ ঢাকা পোস্ট