তাসকিন ব্যাটিংটা তুলে রেখেছেন টি-২০ বিশ্বকাপের জন্য

ক্রিকেট দুনিয়া February 2, 2024 399
তাসকিন ব্যাটিংটা তুলে রেখেছেন টি-২০ বিশ্বকাপের জন্য

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় দুর্দান্ত ঢাকা অলআউট হয় ১২৭ রানে। ঢাকার হয়ে ১১ বলে সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত ছিলেন তাসকিন। চারের মার ছয়টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাসকিনের এটি সর্বোচ্চ।


সংবাদ সম্মেলনে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে করা হয়েছিল প্রশ্নটা- লোয়ার অর্ডারের তাসকিন আহমেদের ব্যাটিং নিয়ে কিছু বলুন। তাসকিন কনফারেন্স রুমে পাশেই বসা ছিলেন, মিঠুনের পর দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনিই।


কিন্তু তাসকিনের যেন বলতে তর সইলো না। কনফারেন্স রুমের দেয়ালের দিকে থাকা চেয়ারে বসেই মিঠুনকে উদ্দেশ্য করে বলে উঠলেন- আরে আমার ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো সেটা বলেন।


মিঠুন বেশ প্রশংসাই করলেন তাসকিনের ব্যাটিংয়ের। এরপর তাসকিন নিজে বললেন, ‘এরকম দুই-একটা ইনিংস হলে নিজেরও একটু ভালো লাগে। কারণ মাঝেমধ্যে যখন এমন হয়, তখন মনে হয় যে বাড়তি যে অনুশীলন করছি, পরিশ্রম করছি, এর ফল পেলাম। এখনও অনেক উন্নতি বাকি আছে।’


তাসকিন মনে করছেন, শুধু বিপিএলে নয়, টেইল এন্ডার ব্যাটাররা উন্নতি করতে পারলে সেটা সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজে লাগবে। দুর্দান্ত ঢাকার এই পেসার বলেন, ‘আল্টিমেটলি আমরা টেইল এন্ডাররা যদি উন্নতি করি, এটা আমাদের অনেকগুলো ম্যাচ জেতানোর সামর্থ্য রাখবে। এটাই চাই। কারণ সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তো একটু মেহনত করলে হয়তো ভালো টেইল এন্ডার হওয়া সম্ভব।’


দুর্দান্ত ঢাকার হয়ে পেস বোলিং জুটি গড়েছেন তাসকিন আর শরিফুল। জাতীয় দলেও তারা জুটি হয়ে খেলেন। বিপিএলের এই জুটি পরেও সাহায্য করবে কিনা?


তাসকিন বলেন, ‘অবশ্যই, সাহায্য তো করবেই। আমরা ৫-৬ জন গত কয়েক বছর ধরে একসঙ্গেই খেলছি। কারও কোনো ঘাটতি থাকলে একজন আরেকজনেরটা ধরায় দিতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদের বন্ধনকে আরও শক্ত করছে। যেটা আমাদের সামনের দিনে অনেক খেলা আছে, ওখানেও সাহায্য করবে। আশা করি ভালো হবে।’


এরপর তাসকিন জানালেন, ইনজুরির কারণে বেশ কয়েকদিন তাকে পূণর্বাসন করতে হয়েছে। ফলে পুরো ছন্দ ফিরে পেতে একটু সময় লাগছে। তবে পরিশ্রম যখন করছেন, ফল আসবেই-আত্মবিশ্বাসী কণ্ঠ তাসকিনের।