চট্টগ্রামকে উড়িয়ে বিপিএলে সিলেট পর্ব শেষ করল কুমিল্লা

ক্রিকেট দুনিয়া February 2, 2024 2,291
চট্টগ্রামকে উড়িয়ে বিপিএলে সিলেট পর্ব শেষ করল কুমিল্লা

বিপিএলের সিলেট পর্বের দেখায় কুমিল্লার কাছে পাত্তাই পেল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে ৭২ রানের বেশি করতে পারেনি শুভাগত হোমের দল। লক্ষ্য তাড়ায় নেমে ৬৪ বল বাকি থাকতেই কুমিল্লা নিশ্চিত করে ৭ উইকেটের বড় জয়।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিলার দুই স্পিনারের বোলিং ফিগার ছিল রীতিমতো চোখ ধাঁধানো। তানভীর ইসলাম ৪-১-১৩-৪, আলিস আল ইসলাম ৪-১-১৪-২! অনেকটা যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। তানভীর-আলিসের এমন দুর্দান্ত দিনে উড়ছে তার দলও। এই দুই স্পিন উইজার্ডের বিষে নীল হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস থামল ৭২ রানে।


সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই অবশ্য উইকেট হারান লিটন দাস। টানা তিন ম্যাচে এক অংকের ঘরে থেকেই বিদায় নিতে হয়েছে কুমিল্লার অধিনায়ককে। আগের ম্যাচে ডাক হয়ে ফিরলেও আজ করেছেন ২ রান।


তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন পাঁচ রান। ২৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলা কুমিল্লাকে এরপর পথ দেখান তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রিজওয়ান। এই দুইয়ের ব্যাট থেকে ২০ বলে আসে ৪১ রান।


৪১ রানের জুটির ৩১ রানই আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। জিয়াউর রহমানের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে হৃদয় ১৩ বলে খেলেন ৩১ রানের ক্যামিও ইনিংস। কিন্তু মোহাম্মদ রিজওয়ান আর কোনো বিপদ না ঘটতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ওপেনার রিজওয়ান ২৪ বল খেলে ১৬ রানে থাকেন অপরাজিত।


সূত্রঃ ক্রিকেট৯৭