ইংল্যান্ডের কাছে ভারতের হারে সুসংবাদ পেলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া January 29, 2024 7,808
ইংল্যান্ডের কাছে ভারতের হারে সুসংবাদ পেলো বাংলাদেশ

নিজেদের পাতা ফাঁদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। ইংলিশ স্পিনার হার্টলি সাত উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। ইংল্যান্ডের কাছে ভারতের হারে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের।


ইংলিশদের বিপক্ষে টেস্ট শুরুর আগে পয়েন্ট তালিকায় দুইয়ে ছিল ভারত। চার ম্যাচের মধ্যে দুইটিতে জয়, একটিতে হার এবং একটি ড্র ছিল তাদের। স্লো ওভাররেটের কারণে কিছু পয়েন্ট কাটা গিয়েছিল ভারতের।


ইংল্যান্ডের কাছে হারের পরে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩.৩৩ এ। পাঁচ ম্যাচের মধ্যে তারা দু’টিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। একটিতে ড্র করেছে। ভারতের হোঁচট খাওয়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়াও।


উইন্ডিজদের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। ১০ টেস্টের মধ্যে ছয়টি জিতেছে অজিরা। তিনটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ের দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তালিকার তিনে রয়েছে নিউজিল্যান্ড। চারে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে একটিতে জয় এবং অপরটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ইংল্যান্ডের কাছে হেরে পাঁচে নেমে গেছে ভারত।