বিপিএল মাতাতে আসলেন আরও দুই পাকিস্তানি তারকা

ক্রিকেট দুনিয়া January 29, 2024 15,280
বিপিএল মাতাতে আসলেন আরও দুই পাকিস্তানি তারকা

বিপিএলের চলমান দশম আসরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আধিপত্য বিস্তার করছেন পাকিস্তানিরা। বিগ ব্যাশ এবং দক্ষিণ আফ্রিকায় চলমান ফ্র্যাঞ্জাইজি লিগের কারণে অন্য দেশের তারকা ক্রিকেটারদের পায়ওয়া যায়নি। যে কারণে বিপিএলের এবারের আসরে প্রতিটি দলেই রয়েছেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার।


এবারে টুর্নামেন্টের মাঝ পথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসলেন পাক পেসার আমির জামাল। আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে খেলবেন হুনাইন শাহ। নাসিম শাহ’র ভাই হুনাইন শাহ; পিএসএলে খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে, বিপিএলে খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।


১৯ বছর বয়সী হুনাইন এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ১৯ উইকেট শিকার করেছেন। হুনাইন এবারই প্রথম দেশের বাইরের কোনো ম্যাচ খেলতে আসলেন। চট্টগ্রামের স্কোয়াডে যোগ দিলেও তাকে আজ দলের সাথে অনুশীলনে দেখা যায়নি।


আরেক পাকিস্তানি পেসার আমির জামাল অবশ্য জাতীয় দলের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ এর সেপ্টেম্বরের ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক, গত বছরের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত অবশ্য ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২ উইকেটের বেশি পাননি। পিএসএলের বাইরে লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন জামাল।


এই পেস বোলিং অলরাউন্ডার গত রাতে সিলেটে পৌঁছে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডের সাথে অনুশীলনও করেছেন। বিপিএলের পয়েন্ট টেবিলের তিনে থাকা কুমিল্লার পরের ম্যাচ আগামী ৩০ জানুয়ারি, এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হতে পারে জামালের।


সূত্রঃ ঢাকা মেইল