গতকাল যুক্তরাষ্ট্রকে ২০১ রানে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। তাতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে গেল ভারত। এরই মধ্যে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা । সুপার সিক্সের সূচি প্রকাশ করেছে আইসিসি। যার ফলে জানা গেল সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ কারা।
১৬ দল নিয়ে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে ১২টি দল। চারটি গ্রুপের সেরা তিনটি করে দল উঠেছে শেষ ১২-তে। সুপার সিক্সে উঠে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো।
'এ' এবং 'ডি' গ্রুপের দলগুলোকে নিয়ে একটি গ্রুপ এবং 'বি' ও 'সি' গ্রুপের দলগুলো নিয়ে গঠন করা হয়েছে আরেকটি গ্রুপ। এখানে দলগুলো সুপার সিক্স পর্বে আসা দলের সাথে গ্রুপ পর্বের ম্যাচে পাওয়া পয়েন্ট এবং নেট রান রেট ক্যারি করবে।
'এ' এবং 'ডি' গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। 'বি' এবং 'সি' গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে।
সুপার সিক্স পর্বে দলগুলো নিজের গ্রুপ বাদে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে। গ্রুপে দ্বিতীয় হওয়ায় 'ডি' গ্রুপের প্রথম হওয়া দল পাকিস্তান এবং তৃতীয় হওয়া দল নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আগামী ৩১ জানুয়ারি নেপালের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা। ৩ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। সুপার সিক্স পর্বে দুই গ্রুপ থেকে সেরা দুইটি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। সেখান থেকে দুই সেমিতে জয়ী দুই দল খেলবে ফাইনাল।
তবে সুপার সিক্সে এই দুই ম্যাচে জিতলেও নিশ্চিন্ত হতে পারবে না বাংলাদেশ। গ্রুপ পর্বের পয়েন্টও যুক্ত হবে এই পর্বে এসে। ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটেই থাকবে টাইগার যুবারা। সুপার সিক্সে তাই শুধু জিতলেই হচ্ছে না, লক্ষ্য রাখতে হবে রানরেটের দিকেও।
এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি করে দল যাবে শেষ চারে। গত আসরগুলোর মতো এবার রাখা হয়নি কোনো স্থান নির্ধারণী ম্যাচ।
আগামী ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।