স্টাম্প মাইকে উইন্ডিজ ক্রিকেটারের মজার কাণ্ড

ক্রিকেট দুনিয়া January 28, 2024 951
স্টাম্প মাইকে উইন্ডিজ ক্রিকেটারের মজার কাণ্ড

ব্রিসবেনে রোমাঞ্চকর টেস্টের চতুর্থ দিনে ক্যারিবীয় তারকা সামার জোসেফের বোলিং তোপে ২০৭ রানে গুটিয়ে যায় অজিরা। এতে ৮ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ করেছে ১-১ ড্র। এরই মাঝে তৃতীয় দিনে মজার এক কাণ্ড ঘটিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান কাভেম হজ। স্টাম্প মাইকে তিনি টিভি আম্পায়ারের কাছে বার্তা পাঠান অনেকটা ফোনকলে কথা বলার মতো করে। পরবর্তীতে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন।


ঘটনাটি ঘটে গতকাল (শনিবার) ম্যাচের পানি বিরতির সময়। তখন এক মাঠকর্মী স্টাম্পের বেল পরিবর্তন করছিলেন। সতীর্থরা যখন পানি পানে ব্যস্ত, তখন হঠাৎ সেখানে মাঠকর্মীর দিকে এগিয়ে যান হজ। সেখানে গিয়ে ২৫ বছর এই ক্রিকেটার টিভি আম্পায়ারের উদ্দেশে কথা বলতে থাকেন। যা শুনে মাঠকর্মীও হাসি থামাতে পারেননি।



স্টাম্পের মাইকে হজ বলছিলেন, ‘টিভি আম্পায়ারকে বলছি, আমরা আপনার কাছে (স্টাম্পের) বেল পরিবর্তনের রিভিউ (আবেদন) করছি। আমাদের জন্য সেরা বেল দিন, যেটি দেখতে সুন্দর ও ভালো মনে হবে।’ মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা হজের এই আচরণে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।


এর আগে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তাতে করে প্রথম ইনিংসে লিড পেলেও অস্ট্রেলিয়ারকে ২১৬ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৬০ রানে তৃতীয় দিন শেষ করে। চতুর্থ দিনে ব্রিসবেনে রোমাঞ্চকর টেস্টে ক্যারিবীয় তারকা সামার জোসেফের বোলিং তোপে ২০৭ রানে গুটিয়ে যায় অজিরা। এতে ৮ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ করেছে ১-১ ড্র। ফলে খানের কিনারে ডুবতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য নিশ্চিতভাবেই এসেছে স্মরণীয় দিন।