গতকাল সিলেট পর্বের ২য় দিনে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা । টস জিতে ফিল্ডিংয়ে নামা ঢাকার অধিনায়ক শুরুতেই তাসকিনের হাতে বল তুলে দেন। নিজের প্রথম স্পেলে দুই ওভার বোলিং করে ১৪ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরও পরবর্তীতে বোলিং করতে দেখা যায়নি তাকে। মূলত ফিল্ডিংয়ের সময় পিঠে খানিকটা অস্বস্তিবোধ করেছিলেন তিনি।
অস্বস্তি নিয়ে মাঠে বাইরে যাওয়া তাসকিন আর ফেরেননি মাঠে। ব্যাটিংয়ে ঢাকার ৯ উইকেট পড়লেও ব্যাটিংয়ে আসেননি তাসকিন। ম্যাচ শেষে শরিফুল জানালেন, তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি তারা। এমনকি তাসকিন নিজেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি।
এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘তাসকিন ভাইয়ের পিঠে হালকা লেগে আসছিল সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়ে নামেননি। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, উনি নিজেও ঝুঁকি নিতে চায়নি। কারণ সামনে অনেক খেলা আছে। আরেকটা ওভার করলে যদি এটা বেড়ে যায় এজন্য তাকে রাখা হয়েছে। উনি এখন ঠিক আছে পরের ম্যাচে দেখা যাক কি হয়।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের এবারের আসর শুরু করেছিল ঢাকা। প্রথম ম্যাচে চমক দেখালেও পরের দুই ম্যাচেই হেরেছে তারা। সবশেষ রংপুরের রাইডার্সের বিপক্ষে হারতে হয়েছে ৭৯ রানে। মোমেন্টাম ফিরে পাওয়ার জন্য পরের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা খেলার বিকল্প দেখছেন না শরিফুল।
তিনি বলেন, ‘মাত্র তিনটা খেলা গেল আমাদের, সামনে আরও খেলা আছে। আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচগুলোতে কিভাবে কামব্যাক করা যায়। সামনের ম্যাচগুলোতে আমাদের সেরাটা খেলা ছাড়া কোনো উপায় দেখছি না। চেষ্টা করব আর একটা জয় পেয়ে যেন আমরা সবাই চাঙা হতে পারি।’