যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করলো টাইগার যুবারা

ক্রিকেট দুনিয়া January 26, 2024 5,529
যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করলো টাইগার যুবারা

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ অ-১৯ দল । আজ নিজদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় টাইগার যুবারা । আগে ব্যাটিংয়ে নেমে আরিফুলের সেঞ্চুরিতে ২৯১ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। তারপর রাব্বির দারুণ বোলিংয়ে আমেরিকানদের ১৭০ রানে গুটিয়ে দিয়ে গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে মাহফুজুর রহমান রাব্বির দল ।


ব্লুমফন্টেইনে টস জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। আগে ব্যাটে নেমে আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৯১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে রাব্বির দুরন্ত বোলিংয়ে ৪৭.১ ওভারে ১৭০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।


ব্যাটে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ২৯ রানে ওপেনার আদিল বিনি সিদ্দিক ফিরে যান ২৮ বলে ১৩ রান করে। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী ও তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৪৫ বলে ২৭ রান করে ফিরে যান শিবলী, আর ৪০ বলে ৩৫ রান করেন রিজওয়ান।


৯৪ রানে তিন ব্যাটারকে হারানোর পর আহরার আমিনকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১২২ রান তোলেন আরিফুল ইসলাম। ৪১.৬ ওভারে দলী ২১৬ রানে আহরার আমিন ফিরে যান। ৪৯ বলে ৪৪ রান করেন তিনি।


সেঞ্চুরি পূর্ণ করে ৪৫.১ ওভারে দলীয় ২৩৭ রানে ফিরে যান আরিফুল। নয়টি চারে ১০৩ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। এরপর ঝড় তোলেন মোহাম্মদ শিহাব জেমস। দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩১ রান করে দলীয় ২৭৩ রানে ফিরে যান তিনি। তার আগে অবশ্য ফিরে যান অধিনায়ক রাব্বি, ৫ বলে ২ রান করে।


পরে শেখ পারভেজ জীবন ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি ইনিংস শেষ করেন। জীবন ৭ বলে ১৩ রান ও রাফি ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।


যুক্তরাষ্ট্রের হয়ে আর্য গ্রেগ তিনটি, আরিন নাদকার্নি নেন দুটি উইকেট। এছাড়া পার্থ প্যাটেল ও আতিন্দ্র সুব্রামানিয়ান নেন একটি করে উইকেট।


জবাবে নেমে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান তোলেন প্রণভ চেট্টিপালায়াম ও সিদ্ধার্থ কাপ্পা। দলীয় ৮৬ রানে জুটি ভাঙেন আরিফুল। ৪৪ বলে ১৮ রানে ফিরে যান সিদ্ধার্থ।


এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। দলীয় ৯১ রানে ফিরে যান ওপেনার প্রনভ। ৯০ বলে ৫৭ রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যেই এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া উৎকর্ষ শ্রীভাশ্তাভা ৪৯ বলে ৩৭, আমোঘ আরেপাল্লি ২৭ বলে ১৪ ও খুশ ভালালা ১৬ বলে ১২ রান করেন। বাকী ব্যাটারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।


টাইগার যুবাদের হয়ে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নেন ৪ উইকেট। এছাড়া আরিফুল ইসলাম, ইকবাল হোসেন ইমন, শেখ পারভেজ জীবন ও রাফিউজ্জামান রাফি নেন একটি করে উইকেট।