শানাকা-নাওয়াজের ব্যাটে লড়াই করার পুঁজি পেলো খুলনা

ক্রিকেট দুনিয়া January 26, 2024 380
শানাকা-নাওয়াজের ব্যাটে লড়াই করার পুঁজি পেলো খুলনা

রংপুর, কুমিল্লা ও বরিশালকে এবারের বিপিএলে হট ফেভারিট ধরা হচ্ছিল । তবে টানা দুই ম্যাচ জিতে বিপিএলে নিজেদের শক্তিমত্তার জানান দেয় খুলনা । বিপিএলের দ্বিতীয় পর্বে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ।


শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা টাইগার্স । দলীয় ২ রানের মাথায় শেখ মেহেদির বলে ০ রানেই সাজঘরে ফিরেন বিজয় । বিজয়ের বিদায়ের পর এক পাশ আগলে রেখে টি-২০ মেজাজেই ব্যাট করতে থাকেন এভিন লুইস । মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন দ্রুতই ফিরে গেলে ক্রিজে টিকে থাকতে পারেনি এভিন লুইসও । ৩ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৭ রান করে ফিরেন লুইস । ৬৪ রানে ৪ উইকেট হারালে চাপে পরে যায় খুলনা টাইগার্স ।


চতুর্থ উইকেট পতনের পর খুলনা টাইগার্সের হাল ধরেন বিদেশি দুই ব্যাটার শানাকা ও নাওয়াজ । দারুন দক্ষতার সাথে রংপুরের বোলারদের সামাল দিয়ে ৫৩ বলে ৭৭ রানের জুটি গড়েন তারা । হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরার আগে ৩৩ বলে ৪০ রান করেন শানাকা । তার ইনিংসে ৫ টি চার ও ১ টি ছক্কা ছিল । অন্যদিকে ৫ টি চার ও ৩ টি চারে ৩৪ বলে ৫৫ রান করে ফেরার আগে খুলনাকে লড়াই করার পুজি এনে দিয়ে যান মোহাম্মাদ নাওয়াজ ।


শেষ পর্যন্ত ওয়াসিম জুনিয়র ছোট ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের মাঝারি পুজি পায় খুলনা টাইগার্স ।


৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেনে শেখ মেহেদি । সাকিব কোন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দিয়েছেন তিনি । অন্যদিকে হাসান মাহমুদ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৩ টি গুরুত্বপূর্ন উইকেট ।