ভারত সফরে আফগানিস্তান দলের সঙ্গেই ছিলেন রশিদ খান। কিন্তু ভারতীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। পিঠের চোটের কারণে অস্ট্রোপচারের পর এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মাঝেই আছেন তিনি। পুরোপুরি সেরে ওঠতে না পারায় আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও নাম প্রট্যাহার করে নিয়েছেন আফগান এই স্পিনার।
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল রশিদের। গত দুই মৌসুমেও তিনি এই দলের হয়েই খেলেছেন। ২০২২ এবং ২০২৩ এই ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপাও জিতেন তিনি। গত বছর দলের হয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন তিনি।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। রশিদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল শুরু থেকেই। তবুও সিলভার ক্যাটাগরিতে আফগান স্পিনারকে দলে নিয়েছিল লাহোর।
কিন্তু শেষ পর্যন্ত এবারের আসরে খেলা হচ্ছে না রশিদের। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিজেই নাম প্রট্যাহার করে নিয়েছেন এই লেগ স্পিনার। তাঁর জায়গায় নতুন কাউকে দলে নিতে পারবে লাহোর।
সূত্রঃ ঢাকা মেইল