ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া January 24, 2024 558
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

মিচেল মার্শকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন মার্শ। বিশ্রামে রাখা হয়েছে স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে। ৯ ফেব্রুয়ারি হোবার্টে শুরু হবে সিরিজ।


৩২ বছর বয়সী অলরাউন্ডার মার্শ এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ঘরের মাঠে তাকে অধিনায়কের দায়িত্ব দিয়ে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও নিশ্চিত করতে পারেনি যে এই বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কে দলকে নেতৃত্ব দেবে, মার্শের এই দায়িত্ব তাকে সম্ভাব্য করে তুলেছে। প্রসঙ্গত, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর অবশ্য ভারতের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাথু ওয়েড।


হোবার্টে আগামী ৯ ফেব্রুয়ারি সিরিজ শুরু হবে। পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে অ্যাডিলেড ও পার্থে, ৯ ও ১১ ফেব্রুয়ারি।


অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।


সূত্রঃ ক্রিকেট৯৭