সিলেটের টানা দুই হারের পর যা বললেন মাশরাফি

ক্রিকেট দুনিয়া January 23, 2024 3,101
সিলেটের টানা দুই হারের পর যা বললেন মাশরাফি

নবম আসরে দুর্দান্ত ছন্দে থাকা সিলেট এবার এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর আজ রংপুর রাইডার্সের কাছেও হেরে গেছে মাশরাফি বাহিনী। ঢাকার প্রথম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট।


এদিকে, রংপুরের বিপক্ষে ৪ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেছেন সিলেট অধিনায়ক। মাশরাফি বলেন, এ ধরণের উইকেটে ১৫০-৬০ রান আদর্শ। হেমন্থের দারুণ বোলিংয়ের পরও আমাদের ২০-৩০ রান কম হয়ে গেছে। প্রথম ম্যাচে ফিল্ডিং আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু আজ খুব ভালো হয়েছে যদিও ব্যাটিংটা হয়নি। আপনাকে সব বিভাগেই পারফর্ম করতে হবে অন্যথায় কঠিন।


পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা মাশরাফির। তিনি বলেন, মাত্র দুটি ম্যাচ কিন্তু আমরা মোমেন্টাম খুঁজছি। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয়। স্কোরবোর্ডে মাত্র ৩৯ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত বেন কাটিং ও বেনি হাওয়েলের ব্যাটে ৮ উইকেটে ১২০ রানের স্বল্প পুঁজি পায় সিলেট।


হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় রংপুরের টপ অর্ডাররাও খাবি খেয়েছে। তারাও সমান ৩৯ রানে হারিয়ে বসেছিল ৬ উইকেট। যদিও সেখান থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের ফিফটি ও হজরতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে রংপুর ৪ উইকেটের জয় পেয়েছে। সিলেটের হয়ে ২০ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন লঙ্কান স্পিনার দুশান হেমন্থ।


সূত্রঃ ঢাকা পোস্ট