বিপিএলে তামিমের অনন্য রেকর্ড, যেখানে নেই কেউ

ক্রিকেট দুনিয়া January 22, 2024 2,192
বিপিএলে তামিমের অনন্য রেকর্ড, যেখানে নেই কেউ

প্রায় চার মাস পর আবারও বাইশ গজে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল । ফিরেই রানের দেখা পেয়েছেন তিনি । প্রথম ম্যাচে সাকিবের বিপক্ষে জয় তুলে নিয়েছিলো তার দল বরিশাল । ব্যাট হাতে ম্যাচে দিয়েছিলেন নিজের ফেরার ইঙ্গিত। এবার খুলনার বিপক্ষে ৩৩ বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন তিনি ।


আজ দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় খুলনার বিপক্ষে মাঠে নামে তামিমের ফরচুন বরিশাল। এ ম্যাচের আগে বিপিএলের অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। যেখানে মুশফিকের আগেই প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে তিন হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তামিম ।


আজ খুলনার বিপক্ষে ৩৫ রান যোগ করেই এই মাইলফলক অর্জন করেন তিনি। অন্যদিকে মুশফিক ৯২ রান করলে বিপিএলের ইতিহাসে ২য় ক্রিকেটার হিসেবে তিন হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন। রানের হিসেবে তামিমের কাছে কাজটা সহজ হলেও মুশফিকের জন্য কাজটা কঠিন। ব্যাট হাতে অবিশ্বাস্যভাবে জ্বলে উঠলে মুশফিকও প্রবেশ করতে পারেন তিন হাজারের ক্লাবে।


অবশ্য বিপিএলে তামিম ও মুশফিকের রানের লড়াইটা নতুন কিছু নয়। ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে প্রথম ক্রিকেটার হিসেবে হাজারি ক্লাবে প্রবেশ করেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজারি ক্লাবের তৃতীয় ব্যাটসম্যান।


তবে ২০১৯ সালে ৭ম আসরে মুশফিককে পেছনে ফেলে তামিম প্রথম ব্যাটার হিসেবে দুই হাজারের ক্লাবে ঢুকেন। এবার উভয়ের লড়াইটা তিন হাজার রানের। তবে সবচেয়ে মজার বিষয় বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকা তিন ক্রিকেটারই এবারের আসরে একই সঙ্গে বিপিএল মাতাচ্ছেন।


তামিম বিপিএলে ৯১ ম্যাচের ৯০ ইনিংসে ব্যাট করে ৩০০৫ রান করেছেন। যেখানে রয়েছে ২৫টি অর্ধশতক ও ২টি শতক। অন্যদিকে মুশফিক ১৩২.৯০ স্ট্রাইক রেটে ১১২ ম্যাচের ১০৬টিতে ব্যাট করে তুলেছেন ২৯০৮ রান। যেখানে রয়েছে ১৮ অর্ধশতক। তিনি স্পর্শ করতে পারেননি তিন অঙ্ক।


আর তামিমের আগে হাজারি ক্লাবে প্রবেশ করা মাহমুদউল্লাহ ১২১.৯৯ স্ট্রাইক রেটে ১০৫ ম্যাচে ৯৯ ইনিংসে করেছেন ২৩০২ রান। যেখানে রয়েছে ১০টি অর্ধশতক। ২২৫৪ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে কুমিল্লার ইমরুল কায়েস আর ২১৪৪ রান নিয়ে পঞ্চম স্থানে সাকিব আল হাসান।


প্রথম তিন হাজার রানের পাশাপাশি তামিম-মুশফিকের লড়াইটা রয়েছে আরও একটি ক্ষেত্রে। বিপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ছক্কার সেঞ্চুরির রেকর্ডটি দখলে আছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের (১৪৩) কাছে। এবার গেইলের সেই ক্লাবে যোগ দেয়ার পথে তামিম-মুশফিক।


ছক্কার শতরানের ক্লাবে প্রবেশ করতে এখন তামিমের প্রয়োজন মাত্র ৬টি ছক্কা। তার বর্তমান ছক্কা সংখ্যা ৯৪টি। এরপরের অবস্থানে রয়েছেন কুমিল্লার ইমরুল কায়েস (৯৩)। এরপরের স্থানে রয়েছেন মুশফিকুর রহমান। তার ছক্কার সংখ্যা ৯০টি।