স্প্যানিশ লা লিগায় ফেররান তোরেসের হ্যাটট্রিকে রিয়াল বেতিসের বিপক্ষে জয় পেল বার্সেলোনা। রেয়াল বেতিসের মাঠে রোববার রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ে লিগ ম্যাচটি ৪-২ ব্যবধানে জয় পায় লা লিগার শিরোপাধারীরা।
এদিন রিয়াল বেতিসের বিপক্ষে দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ইস্কোর জোড়া গোলে সমতায় ফেরে বেতিস। কাতালান দলটির সামনে জাগে পয়েন্ট হারানোর শঙ্কা। তবে শেষ সময়ের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লা লিগার শিরোপাধারীরা।
তবে শেষ পর্যন্ত পা হড়কায়নি বার্সেলোনা। ৯০তম মিনিটে জাও ফেলিক্স আর ৯২তম মিনিটে ফেররান তোরেসের হ্যাটট্রিক পূর্ণ করা গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে লিগ টেবিলের তিনে উঠে এলো বার্সেলোনা। ২০ ম্যাচে ১৩ জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ১৬ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।