নতুন বিয়ের পরেই রেকর্ডবুকে যায়গা করে নিলেন শোয়েব মালিক

ক্রিকেট দুনিয়া January 21, 2024 1,127
নতুন বিয়ের পরেই রেকর্ডবুকে যায়গা করে নিলেন শোয়েব মালিক

বিয়ের খবর জানানোর দিনেই ব্যাট হাতে নতুন এক কীর্তি গড়লেন শোয়েব মালিক । প্রথম এশিয়ান ও বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সকল প্রকার টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ১৩ হাজার রান করার নজির গড়েছেন তিনি। তবে দিনের শুরুতে ভিন্ন এক কারনে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান । তার দ্বিতীয় স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের তৃতীয় বিয়ের ছবি শেয়ার করে আলোচনায় আসেন ।


গতকাল (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে অপরাজিত ১৭ রান করেন মালিক। এ ইনিংসের মাধ্যমে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। পা রাখেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের ক্লাবে। যেখানে আগে থেকে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।


স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫২৫ ম্যাচ খেলা মালিকের রান এখন দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ১০। তালিকায় শীর্ষে থাকা ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান গেইল ৪৬৩ ম্যাচ খেলে করেছেন ১৪ হাজার ৫৬২ রান। গেইল ও মালিকসহ এই সংস্করণে ১০ হাজার রানের মাইলফলকে আছেন মোট ১০ ব্যাটার।


টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মধ্যে পাকিস্তান জাতীয় দলের হয়ে করেছেন ২ হাজার ৪৩৫ রান। বাকি সব বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। যেখানে বিপিএলে এখন পর্যন্ত ৪১ বছর বয়সী ক্রিকেটারের রান ৫৩ ম্যাচে এক হাজার ৩৪১, ফিফটি আছে ৮টি।


স্বীকৃত টি-টোয়েন্টিতে মালিকের ফিফটি ৮৮টি। অবাক করার বিষয় এই সংস্করণে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি পাক অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৮ হাজারের বেশি রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে একমাত্র ব্যাটার তিনিই, যার নেই কোনো শতক।


টি-টোয়েন্টিতে সেরা পাঁচ রান সংগ্রাহক:


ক্রিস গেইল – ১৪৫৬২ (ওয়েস্ট ইন্ডিজ)

শোয়েব মালিক – ১৩০১০ (পাকিস্তান)

কাইরন পোলার্ড – ১২৪৫৪ (ওয়েস্ট ইন্ডিজ)

বিরাট কোহলি – ১১৯৯৪ (ভারত)

অ্যালেক্স হেলেক্স – ১১৮০৭ (ইংল্যান্ড)