রেকর্ড দামে আবারও আইপিএলের স্পন্সর হলো টাটা

ক্রিকেট দুনিয়া January 21, 2024 1,476
রেকর্ড দামে আবারও আইপিএলের স্পন্সর হলো টাটা

আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ৫ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াল টাটা গ্রুপ। প্রতি মৌসুমে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ৫০০ কোটি রুপি দেবে প্রতিষ্ঠানটি। ৫ বছরে যা গিয়ে দাঁড়ায় আড়াই হাজার কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার কোটি টাকার বেশি। এর আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি মৌসুমে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৩৬৯ কোটি রুপি করে দিয়েছিল টাটা।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, হাজার কোটি টাকার এই টুর্নামেন্টের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। টেলিভিশন থেকে শুরু করে ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব। মৌসুম শুরুর অনেক আগ থেকেই সমস্ত প্ল্যাটফর্মে থাকে আইপিএল উন্মাদনা। বিশ্বের নানা প্রান্তের তারকা ক্রিকেটাররাও মুখিয়ে থাকেন খেলার জন্য। লাভজনক এই লিগের স্পন্সরশিপ পেতে প্রতিষ্ঠানগুলোও কম যায় না বিনিয়োগের ক্ষেত্রে। আর সেই সুযোগেই আইপিএল দিয়ে কোটি কোটি রুপি কামিয়ে নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।


২০২২ সালে ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি বাতিল করে টাটা গ্রুপের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করে ভারতীয় বোর্ড। এই দুই মৌসুমের জন্য বিসিসিআই’কে ৭৩৮ কোটি রুপি দিয়েছিল গাড়ি কোম্পানিটি। এবার সেই গ্রুপের কাছেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্যে টুর্নামেন্টের স্পন্সর স্বত্ত্ব বিক্রি করেছে বিসিসিআই ।


টাটা গ্রুপের আগে ২ হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত চীনা কোম্পানি ভিভোর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই। পরে ২০২০ সালে দুই দেশের রাজনৈতিক কোন্দলের কারণে আইপিএলের টাইটেল স্পন্সর হয় ড্রিম ইলেভেন।


সূত্রঃ চ্যানেল ২৪