নাহিদুলের ঘূর্ণির পর আফিফ-জয়ের ব্যাটে জিতল খুলনা

ক্রিকেট দুনিয়া January 20, 2024 901
নাহিদুলের ঘূর্ণির পর আফিফ-জয়ের ব্যাটে জিতল খুলনা

চট্টগ্রামের বিপক্ষে আগেই কাজটা সেরে রেখেছিল খুলনার বোলাররা । প্রথমে ব্যাট করতে নেমে খুলনার বোলিং তোপে অল্পতেই গুঁটিয়ে যায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত অল্প রানের ম্যাচটা কঠিন করেই জিতে খুলনা টাইগার্স। মাহমুদুল হাসানের হিসাবি ব্যাটিং নিশ্চিত করেছে খুলনার ২ পয়েন্ট।


শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা দলপতি বিজয়। ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান করে চট্টগ্রাম। জবাবে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় খুলনা।


ম্যাচটিতে ফর্মে ফেরার জন্য উঠেপড়ে লেগেছিলেন তানজিদ হাসান তামিম। ভারত বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত তার ব্যাট যেন হাসছেই না। বিপিএলে এসেছে তার ভাগ্য বদলের সুযোগ। উদ্বোধনী ম্যাচে আস্থার প্রতি সুবিচার করতে পারেননি। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু ১৩ বলে ১৯ রান করেই তার সেই চেষ্টার ইতি ঘটে। চট্টগ্রামের আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোও খুলনার বিপক্ষে ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র ৮ রান করে সাজঘরে ফিরেছেন।


সেই থেকে চট্টগ্রামের শুরু হয় উইকেট পতনের গল্প। দলের হয়ে কিছুক্ষণ হাল ধরার চেষ্টা করেছিলেন আফগান তারকা নাজিবুল্লাহ। কিন্তু তিনিও ২২ বলে ২৪ রানের বেশি যেতে পারেননি। প্রথম দিনে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা চট্টগ্রাম এ দিন যেন অসহায় আত্মসমর্পন করেছিল। দলীয় রান যখন ৬৪, ততক্ষণে এক এক করে ৬ জন ব্যাটসম্যান উইকেটে এসেছেন আর ফিরেছেন।


শেষদিকে নাহিদুজ্জামানের ৩১ বলে ৪০ রানে ভর করে লড়াই করার পুঁজি পায় চট্টগ্রাম। সেটিও বেশি নয়, মাত্র ১২১ রান। এই ম্যাচে অধিনায়কের সিদ্ধান্তের প্রতি যথার্থ সুবিচার করেছেন খুলনার বোলাররা। বিশেষ করে নাহিদুল ইসলাম ও ফাহিম আশরাফ। নাহিদুল নিয়েছেন ৪ ও ফাহিম ৩ উইকেট। ফলে চট্টগ্রাম এই দুই বোলারের তোপেই উড়ে গেছে বললে অত্যুক্তি করা হবে না।


১২২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে খুলনা। ৩২ রানের মধ্যে দলটি হারিয়ে বসে ৩ উইকেট। তবে আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় খুলনা। শেষদিকে ফাহিম আশরাফ দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আল-আমিন ও শহিদুল ইসলাম। শহিদুল।