কেন বারবার খোঁচান আমাকে? সাকিব প্রসঙ্গে তামিম

ক্রিকেট দুনিয়া January 20, 2024 6,933
কেন বারবার খোঁচান আমাকে? সাকিব প্রসঙ্গে তামিম

রংপুরের বিপক্ষে বরিশালের ম্যাচ শেষে তামিকে প্রশ্ন করা হয়েছিল সাকিবের সঙ্গে আপনার কোনো আলাপ হয়েছে? প্রশ্নের জবাবে এক শব্দে তামিম ইকবালের উত্তর, ‘না’। এখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নটিও ছিল সাকিব-তামিম সম্পর্ক নিয়ে। এবার ক্ষেপে যান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম।


পাল্টা উত্তরে তামিম জানান, যদি প্রশ্ন থাকে সাকিবকে জিজ্ঞেষ করতে, ‘আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিষ নিয়ে বারবার খোঁচান? ওরে জিজ্ঞেষ করুন, যদি কিছু জিজ্ঞেষ করতে চান।’


শনিবার মিরপুরে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তামিম। হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।


আগে ব্যাট করতে নেমে খালেদ আহমেদ ও মেহেদী মিরাজদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় রংপুর। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় তামিমের বরিশাল।