নামেভারে শক্তিশালি না হলেও বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে দুর্দান্ত ঢাকা । বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর পরদিনই দলের শক্তি বাড়াতে বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের হয়ে খেলা অজি ব্যাটার অ্যালেক্স রসকে দলে ভিড়িয়েছে ঢাকা।
বিপিএলের নতুন মৌসুমটা স্বপ্নের মতোই হয়েছে ঢাকার জন্য। চার বারের চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা পেয়েছে ৫ উইকেটের জয়। যদিও ১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে বেশ ভুগতে হয়েছে তাদের। ১২.৪ ওভারের মধ্যে ওপেনিংয়ে ১০১ রান আসলেও বাকি রান তুলতে তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ ওভারের তৃতীয় বল পর্যন্ত।
তবে সমস্যার সমাধানও হয়তো খুব দ্রুত পেয়ে যাচ্ছে ঢাকা। কারণ মিডল অর্ডারের চাপ সামলাতে তাদের দলে যোগ দিচ্ছেন অ্যালেক্স রস। ৩১ বছর বয়েসী এই তারকা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে পরিচিত নাম। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক না হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ অভিজ্ঞতা আছে রসের। সব মিলিয়ে ১১৪ টি-টোয়েন্টি খেলে ২ হাজারের বেশি রান করেছেন অজি এই মিডল অর্ডার ব্যাটার। বেন কাটিংয়ের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এবারের বিপিএল খেলতে আসছেন রস।
যদিও অজি এই ব্যাটারের এবারই প্রথম বিপিএল খেলার অভিজ্ঞতা হবে। বিপিএলে প্রথমবার এলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানোর অভিজ্ঞতা আছে তার। শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন তিনি।
এলপিএলে ডাম্বুলা অরোরা এবং সিপিএলে রস খেলেছেন জ্যামাইকা তালাওয়াশের হয়ে। বিগ ব্যাশে অবশ্য তিনটি দলের হয়ে খেলেছেন। ব্রিসবেন হিট ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের পর এবারের মৌসুমে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলছেন তিনি।
যদিও ব্যাট হাতে সময়টা ভালো যায়নি রসের। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ২০.৫০ গড়ে ১৬৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যেখানে তার স্ট্রাইক রেট ১১৫.৪৯। এদিকে রসের সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে এনামুলকে দলে টেনেছে ঢাকা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলে থাকেন ২৩ বছর বয়সি এই ক্রিকেটার। এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৪টি লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি। কদিন আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা বিভাগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলেছেন সেন্ট্রাল জোনের হয়ে।