ফখর-ইফতেখারদের বিপিএলে আসা নিয়ে অনিশ্চয়তা

ক্রিকেট দুনিয়া January 20, 2024 1,062
ফখর-ইফতেখারদের বিপিএলে আসা নিয়ে অনিশ্চয়তা

ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে ভালোই নাটক শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানকে বিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দিলেও ফখর জামান, ইফতেখার আহমেদ, মোহাম্মদ হারিস ও সাইম আইয়ুবকে দিচ্ছে না। ফলে এবারের বিপিএলে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


শুধু তাই নয়, চোট থেকে সেরে ওঠা নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও ইনসানুল্লাহকেও এনওসি দেওয়া হয়নি। আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইএল টি২০ লিগে চুক্তিবদ্ধ শাদাব খানকেও অনাপত্তিপত্র দেওয়া হয়নি।


গত পরশু এনওসি নিয়ে এক বিবৃতিতে পিসিবি বলেছে, ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির শর্ত বিবেচনা করে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। পাকিস্তানের ‘জিও টিভি’ জানিয়েছে, আসন্ন পিএসএল ও টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চোট থেকে সেরে ওঠা নাসিম, হাসনাইন, ইনসানুল্লাহ ও শাদাবকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি।


জানা গেছে, পাকিস্তান জাতীয় দলের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের অনুরোধে নাকি পিসিবি এ সিদ্ধান্ত নিয়েছে। আর গত বছর জুলাইয়ের পর থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে ফেলায় ফখর জামান, ইফতেখারদের অনাপত্তিপত্র দেওয়া হয়নি।


তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফসহ বেশ ক’জন অভিযোগ করেছেন, এনওসি নিয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে পিসিবি। দিলে সবাইকে দেওয়া উচিত, নয়তো কাউকেই নয়।


পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ‘ডন’ অবশ্য ইঙ্গিত দিয়েছে, চারজনকে এনওসি দেওয়া হতে পারে। পিএসএলসহ তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার শর্ত দিয়ে পিসিবির কেন্দ্রীয় চুক্তি হয়েছে গত নভেম্বরে।


কিন্তু অধিকাংশ ক্রিকেটার এর আগেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিলেন। তাই আগামী বছর থেকে দুটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার নিয়ম চালু করা হবে বলেও ইঙ্গিত মিলেছে।


সূত্রঃ সমকাল অনলাইন