তুমুল বিতর্ক শেষে প্রথমবারের মতো ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচ শুরু হবে শনিবার (২০ জানুয়ারি) বেলা দেড়টায়।
দুই দলের শক্তিমত্তা, মাঠের কন্ডিশন কিংবা পরিসংখ্যান- সবকিছু হিসাবে না নিলেও শনিবারের বিপিএলের প্রথম ম্যাচটা বিশেষ কিছু। দর্শকদের আগ্রহ তো আছেই, হয়তো সাকিব-তামিমও মুখিয়ে আছেন একে অন্যের প্রতিপক্ষ হতে।
ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের দ্বৈরথকে ছাপিয়ে তাই আলোচনায় কেবল এই দুজন। দীর্ঘ সাড়ে ৬ মাসের বেশি সময় পর একই সঙ্গে সাকিব-তামিমকে মাঠে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। মাঝের সময়টাতে যা ঘটলো, তাতে দুজনের দ্বন্দ্বের বিষয়টা জেনে গেছে গোটা ক্রিকেটবিশ্ব।
শনিবার দিনের প্রথম ম্যাচে তাই আলাদা নজর ক্রিকেটপ্রেমীদের। যদিও কাগজে-কলমে শক্তিমত্তায় বেশ এগিয়ে রংপুর। চোখের চিকিৎসা শেষে রংপুরে যোগ দিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে তাই দলের সবচেয়ে বড় তারকাকে নিয়েই মাঠে নামতে যাচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। এছাড়া ভারত সিরিজ শেষে দলটিতে যোগ দিয়েছেন মোহাম্মদ নবিও।
অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এবারের দল সাজিয়েছে তামিমের বরিশাল। তামিম বাদে মুশফিক রিয়াদরাও বড় ভরসার নাম ফ্র্যাঞ্চাইজিটির। এছাড়া মিরাজ-সৌম্য-খালেদ কিংবা তাইজুলদের মতো পরিচিত মুখ থাকায় দল হিসেবে বেশ ভারসাম্যপূর্ণ বরিশাল।
তবে বরিশালের মূল চ্যালেঞ্জটা ফরেইন রিক্রুট নিয়ে। পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় দলটির হয়ে খেলা অনিশ্চিত ফখর জামানের। ডেভিড মিলার, পল স্টার্লিংদেরও বরিশাল পাচ্ছে না টুর্নামেন্টের শুরু থেকে। যদিও মিরাজ মনে করেন, টুর্নামেন্টে ভালো করতে দেশীরাই মূল ভূমিকা পালন করবে।
সূত্রঃ সময় টিভি অনলাইন