ম্যাচ জিতে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন তাসকিন-শরিফুলরা

ক্রিকেট দুনিয়া January 20, 2024 32,840
ম্যাচ জিতে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন তাসকিন-শরিফুলরা

বিপিএলের এবারের আসরে সবচেয়ে দুর্বল দল ভাবা হচ্ছিল দুর্দান্ত ঢাকাকে । কাগজে-কলমে কুমিল্লার চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও উদ্বোধনী দিনেই বাজিমাত করেছে তাসকিন-শরিফুলরা। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লাকে হারানোয় তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের জন্য পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা ঘোষণা করেছে ঢাকার মালিকপক্ষ।


মিরপুরে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত । শরিফুলের হ্যাটট্রিকে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সাবেক অধিনায়ক ইমরুল কায়েস। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৪৭ রান। হ্যাটট্রিক ওভারে শরিফুল নেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট।


১৪৪ রানের মাঝারি মানের টার্গেট তাড়ায় রীতিমতো ঝড় তুললেন নাঈম শেখ। তাকে যোগ্য দিলেন লঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা। দুই ওপেনারের শতরানের জুটিতে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল অনেকটাই। তবে শেষ দিকে মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে ম্যাচের লাগাম টানার চেষ্টায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


১০১ রানে প্রথম উইকেট পতনের পর আর ৪০ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ঢাকা। একটা সময় মনে হচ্ছিল, বড় ব্যবধানেই জিততে চলেছে ঢাকা, তবে কুমিল্লার দারুণ বোলিংয়ে ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। লো স্কোরিং ম্যাচটিতে শেষ হাসি হেসেছে হোম দলই। ৬ উইকেটের জয়ে আসরে শুভ সূচনা পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকা।


উদ্বোধনী ম্যাচ জিতে টিম হোটেলে গিয়ে কেক কেটে উদযাপন করেন তাসকিন, শরিফুল, মোসাদ্দেকরা। জয় উদযাপনের সময় ক্রিকেটারদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ঢাকার মালিকপক্ষ। যা পরের ম্যাচগুলোতে ভালো করতে আরও বেশি অনুপ্রাণিত করতে পারে ক্রিকেটারদের।