গতকাল দক্ষিন আফ্রিকায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের । নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দক্ষিন আফ্রিকা আর যুক্তরাষ্ট্রকে হারিয়েছে আয়ারল্যান্ড । আজ ব্লোমফন্টেইনে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ।
২০২০ সালে ভারতীয় যুবাদের হারিয়েই বিশ্বকাপ জিতেছিলেন আকবর আলী, শরীফুল ইসলামরা । ২০২২ সালে সেই ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চূর্ণ হয় জুনিয়র টাইগারদের ‘ব্যাক টু ব্যাক’ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। শেষ আট থেকে বাংলাদেশকে বিদায় করে সেই আসরের চ্যাম্পিয়ন ভারত। আবারও সেই ভারতীয়দের বিপক্ষে ম্যাচ দিয়েই ২০২৩ যুব বিশ্বকাপ শুরু করছে লাল সবুজরা। আজ দুপুর ২টায় ব্লোয়েমফন্টেইনে মুখোমুখি হবে দুই দল।
ভারতের বিপক্ষেও ফেভারিট হিসেবেই খেলতে নামবে মাহফুজুর রহমান রাব্বীর দল। সবশেষ যুবাদের এশিয়া কাপে দেখা হয় দুই দলের। গত ১৫ই ডিসেম্বর দুবাইয়ে টুর্নামেন্টটির দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে সবশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এশিয়া কাপে সেমি হারানোর স্মৃতি তাজা হলেও ‘হেড টু হেড’ পরিসংখ্যানে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত সবমিলিয়ে ২৬টি ম্যাচে দেখা হয়েছে দুই দলের। এতে মাত্র ৫ জয় বাংলাদেশের। হেরেছে ২১টি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। নিজেদের শেষ ৮ ম্যাচে মাত্র এক হার জুনিয়র টাইগারদের। জয় ৭টি। শেষ ৮ ম্যাচে ভারতও হেরেছে ১টি ম্যাচ। তবে জয়ের সংখ্যা ৫টি। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর বলেন, ‘আমরা সাধারণ একটা ম্যাচের মতো করে খেলতে চাই। আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’ গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে, ২৬ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।