বিপিএল ২০২৪ এর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে হঠাৎই বন্ধ হয়ে গেল খেলা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যেকার ম্যাচে আকস্মিকভাবে নিভে যায় ফ্লাডলাইটের আলো। খেলার অষ্টম ওভার চলাকালে ঘটে এই ঘটনা।
আলোক স্বল্পতার সুযোগে ডাকা হয় স্ট্র্যাটেজিক টাইমআউট। ওই বিরতি শেষ হলেও অবশ্য ফ্লাডলাইটের আলো জ্বলতে দেখা যায়নি। ফ্লাডলাইট নিভে যাওয়ার প্রাথমিক কারণ এখন পর্যন্ত অজানা। এরইমাঝে স্টেডিয়ামে চলেছে শিশিরে ভেজা মাঠ শুকানোর কার্যক্রম। পরবর্তীতে ১২ মিনিট বন্ধ থাকার পর শুরু হয়েছে ম্যাচটি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে সংশয় থাকলেও, তার নেতৃত্বেই এবারের দশম আসরে নেমেছে সিলেট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে তারা ব্যাটিং সম্পন্ন করেছে।
শেষ পর্যন্ত জাকির হাসান ও হেরি টেক্টরের বড় জুটিতে ভর করে ২ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স।