বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন শরিফুল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের শেষ তিন বলে তিনি ফেরালেন খুশদিল শাহ, রোস্টন চেইস ও মাহিদুলকে। আর এতেই বিপিএলের এক এলিট ক্লাবের সদস্য হয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।
আজ শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ঢাকার মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স । টসে হেরে আগে ব্যাট করতে নেমে কুমিল্লার ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরেন অধিনায়ক লিটন দাস। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয় । ১৯তম ওভারে ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয় দুজনকে ফেরান তাসকিন আহম্মেদ ।
এরপর কুমিল্লার ইনিংসের শেষ ওভারে আক্রমণে আসেন শরিফুল। যেখানে প্রথম তিন বলের মধ্যে টানা দুটি ছক্কা হজম করেন এ পেসার। এরপর তাকে চোখ রাঙানো পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ চতুর্থ বলে তুলে মারতে গিয়ে তাসকিনের হাতে ক্যাচ দেন। পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ ও শেষ বলে স্থানীয় ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কনও প্রায় একইভাবে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। আর শরিফুল ইসলাম পেয়ে যান হ্যাটট্রিকের দেখা। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি ।
শরিফুলকে নিয়ে মোট চার বাংলাদেশি এর আগে বিপিএলে হ্যাটট্রিক করতে সক্ষম হন। বিপিএলে দুটি হ্যাটট্রিক করা একমাত্র বোলার আল আমিন হোসেন। এছাড়া মৃত্যুঞ্জয় ও আলিসের বাইরে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি আছে মানিক খান, কামরুল ইসলাম ও আলাউদ্দিন বাবুরও।
তবে বিপিএল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও প্রথম হ্যাটট্রিকটি করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে নেমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তিনি এ হ্যাটট্রিক করেন। এরপর ২০১৯ বিপিএল দেখেছিল দুটি হ্যাটট্রিক। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ওই আসরের শেষ হ্যাটট্রিক আসে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বলে। ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনি ওই নজির গড়েন চিটাগং ভাইকিংসের বিপক্ষে।
শরিফুল ছাড়াও বিপিএলে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন যারাঃ
মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)
আলআমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা
আলআমিন হোসেন (বিসিবি একাদশ) - প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আলআমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) - প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) - প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) - প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)
মৃত্যুঞ্জয় চৌধুরি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)