শরিফুলের হ্যাটট্রিক, ইমরুলের ফিফটি, ১৪৩ রানে থামলো কুমিল্লা

ক্রিকেট দুনিয়া January 19, 2024 1,571
শরিফুলের হ্যাটট্রিক, ইমরুলের ফিফটি, ১৪৩ রানে থামলো কুমিল্লা

ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নয়া অধিনায়ক লিটন দাস। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয় । ৮১ বলে শতরানের জুটি গড়েন তারা । ১৯তম ওভারে ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয় ফিরে গেলে ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে শরিফুল ইসলাম পেয়ে যান হ্যাটট্রিকের দেখা। টুর্নামেন্টটির ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্টিকের রেকর্ড।


মিরপুর শের-ই-বাংলায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বল হাতে দাপুটে শুরু করে দুর্দান্ত ঢাকার পেসাররা। তাসকিন আহমেদ শুরুর ওভারে খরচ করেন ৪ রান, পরের ওভারে শরিফুল ইসলাম এসে দুই রানের বেশি দেননি।


নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটন দাসের কণ্ঠে শোনা গেলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। তবে লিটন শুরুটা করেছিলেন দারুণ, চতুরঙ্গ ডি সিলভার যে ওভারে আউট হয়েছেন আগের পাঁচ বলে চার-ছক্কায় তুলে নেন ১০ রান। ওভারের শেষ বলেও বাউন্ডারির খোঁজে থাকা লিটন হয়েছেন নাইম শেখের হাতে দুর্দান্ত ক্যাচ। ১৬ বল খেলা লিটন ১৩ রানের বেশি পাননি।


প্রথম পাওয়ার প্লেতে কেবল লিটনের উইকেট হারিয়ে কুমিল্লা স্কোরবোর্ডে যুক্ত করে ৪৪ রান। ঢাকার পাকিস্তানি লেগ-স্পিনার উসমান কাদির সাফল্য পেতে পারতেন নিজের প্রথম ওভারেই। টপ এজে বল আকাশে, ব্যাটার ইমরুল কায়েসও নিশ্চিত ক্যাচ আউট জেনে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে; কিন্তু মোসাদ্দেক হোসেন সহজ ক্যাচটাও তালুবন্দি করতে ব্যর্থ। ঢাকার অধিনায়কের কল্যাণে নতুন জীবন পাওয়া ইমরুল এরপর হয়ে ওঠেন আরও বিধ্বংসী।


ইমরুল এদিন দারুণ সব স্ট্রোক্সে ৪২ বলে পেয়েছেন এবারের আসরের প্রথম ফিফটি। তাকে সঙ্গ দেওয়া তাওহীদ হৃদয়ও ছুটতে থাকেন অর্ধশতকের দিকে। এরমাঝেই এই জুটির শতরান আসে ৮১ বলে। শেষপর্যন্ত এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ১৯ তম ওভারে এসে ৪ বলের ব্যবধানে তাসকিন তুলে নেন দুই সেট ব্যাটারকে। ৩ রানের আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ৪৭ রানে আউট হন হৃদয়। ওভারের তৃতীয় বলে হৃদয়কে ফিরিয়ে শেষ বলে তাসকিনের শিকার ৬৬ রানে থাকা ইমরুল। ৫৬ বলে ৬ চার ও ২ ছক্কায় এই ইনিংস সাজান।


খুশদিল শাহ ইনিংসের শেষ কয়েক বলে দাপট দেখিয়ে দলের সংগ্রহ বড় করার চেষ্টা করেন। শরিফুল ইসলামকে পরপর দুই বলে দুই ছক্কা হাকিয়ে এমন কিছুর আভাস দিলেও পরের বলে হন ক্যাচ আউট। ৫ বল খেলা খুশদিল ২ ছক্কায় পান ১৩ রান। শরিফুলের আরও এক শিকার, এবার ক্যাচ তুলেন উইন্ডিজের রোস্টন চেজ। শেষ বলে মাহিদুল ইসলাম অংকনকে ফিরিয়ে শরিফুল ইসলাম পূর্ণ করেন এবারের আসরের প্রথম হ্যাটট্রিক।


আর তাতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস থামে ৬ উইকেটে ১৪৩ রানে। বল হাতে দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ২৭ রান খরচায় নেন ৩ উইকেট। তাসকিন আহমেদের ঝুলিতে যায় ২ উইকেট, ৩০ রানের বিনিময়ে।